২৮ মার্চ ২০২৪ / ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / সন্ধ্যা ৭:৩২/ বৃহস্পতিবার
মার্চ ২৮, ২০২৪ ৭:৩২ অপরাহ্ণ

চট্টগ্রামে অস্ত্রসহ সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার

     

 নয়ন শীল
রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক ও জাতীয়তাবাদী প্রজন্ম দলের কেন্দ্রীয় সহ-সভাপতি লোকমান হোসেন(৪১) কে একটি বিদেশী পিস্তল ও ম্যাগজিন সহ আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার ১ ডিসেম্বর রাতে চট্টগ্রামের ডবলমুরিং থানার দেওয়ানহাট মোড়ের ‘সিটিআই’ হোটেল থেকে বিদেশি পিস্তল ও ম্যাগজিন সহ তাকে গ্রেফতার করা হয়। অভিযানে নেতৃত্ব দেওয়া নগর গোয়েন্দা পুলিশের বন্দর জোনের অতিরিক্ত উপ-কমিশনার নোবেল চাকমা জানান, লোকমানের কাছ থেকে যে পিস্তলটি উদ্ধার করা হয়েছে সেটি দেশের বাইরে থেকে সংগ্রহ করা। তবে কোথায় তৈরি সেটি পিস্তলে লেখা নেই। পিস্তলের সঙ্গে একটি খালি ম্যাগজিনও উদ্ধার করা হয়েছে। অস্ত্রটি বিক্রির জন্য এনেছিলেন লোকমান। এ সংক্রান্ত তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতারের জন্য কৌশল অবলম্বন করি। অস্ত্র কেনার কথা বলে তার সঙ্গে সম্পর্ক স্থাপন করি। তার দেওয়া ঠিকানা অনুযায়ী হোটেল যাই এবং তাকে গ্রেফতার করি। তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে লোকমান অস্ত্র কেনাবেচার সঙ্গে তার জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে ও নাশকতার অভিযোগে দায়ের হওয়া চারটি মামলা বিচারাধীন আছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় লোকমানের বিরুদ্ধে ডবলমুরিং থানায় আরেকটি মামলা করেছে গোয়েন্দা পুলিশ। আটককৃত লোকমান হোসেন (৪১) চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা এলাকার আহাম্মদ সবুরের ছেলে।

শেয়ার করুনঃ

Leave a Reply