২০ এপ্রিল ২০২৪ / ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৯:০৯/ শনিবার
এপ্রিল ২০, ২০২৪ ৯:০৯ অপরাহ্ণ

ফটিকছড়ি দক্ষিণ খিরামে মাইজভাণ্ডারী মাহফিল অনুষ্টিত

     

 

এম,দিদারুল আলম

চট্টগ্রাম ফটিকছড়ি দক্ষিণ খিরামে আনজুমানে মুত্তাবীনে গাউছে মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়া ফটিকছড়ি দক্ষিণ খিরাম দায়রা শাখার মাসিক মাহফিল অনুষ্টিত হয়।
গত ৩০ নভেম্বর বাদে মাগরিব সংগঠনের সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক আলহাজ খোরশেদুল আলম এর সভাপতিত্বে অনুষ্টিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যাবসায়ী মু্হাম্মদ ইউছুপের পরিচালনায় আজিমুশশান দরবারি মাহফিলে প্রধান অতিথি ছিলেন- আনজুমানে মুত্তাবীনে গাউছে মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়া ফটিকছড়ি উপজেলা শাখার সাহিত্যিক বিষয়ক সম্পাদক বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজসেবক মু্হাম্মদ শাহজাহান।
এতে তরিকতের নানা দিক তুলে নছিহত মুলক বক্তব্য রাখেন- শাখার দারুত্বালেবীন প্রতিনিধি হাফেজ মাওলানা নাঈম উদ্দীন, বিশেষ অতিথি ছিলেন খিরাম ক্বাদেরীয়া মূঈনীয়া দাখিল মাদরাসার আরবী শিক্ষক পূর্ববাংলা পত্রিকার রাউজান ফটিকছড়ি প্রতিনিধি মাওলানা মু্হাম্মদ দিদারুল আলম ক্বাদেরী, মাহফিলে উপস্থিত ছিলেন শাখার সহ সভাপতি আব্দুল কুদ্দুস, এম শফি আলমগির, জাবেদুল আলম, বিশিষ্ট ব্যাবসায়ী শামশুল আলম সওদাগর, আবু জাফর যাবেদ, ইউছুপ, রেজাউল করিম লিটন,জসিম উদ্দীন, প্রমুখ।
এতে আলোচকগণ বলেছেন মাইজভান্ডারে তাসাউফ চর্চা মানুষের অন্তরাত্মাকে পরিশুদ্ধ ও মানবিক গুণাবলিকে জাগ্রত করে। ইসলামের প্রাণশক্তি প্রিয়নবী (দঃ)’র চর্চিত তাসাউফের দুর্বল প্রচারের কারণেই মানুষ ইসলামের প্রকৃত শিক্ষা থেকে দূরে সরে যাচ্ছে। ক্রমেই মানুষ তার বিবেক ও মানবিক গুণাবলি হারিয়ে ফেলছে। পরিশেষে মিলাদ ও মোনাজাত শেষে তাবারুক বিরতরণের মাধ্যেমে মাহফিল সমাপ্ত হয়।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply