১৭ এপ্রিল ২০২৪ / ৪ঠা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৩:০৭/ বুধবার
এপ্রিল ১৭, ২০২৪ ৩:০৭ পূর্বাহ্ণ

রাউজানে ইউপি নির্বাচন হচ্ছে না, বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হচ্ছেন ১৪ চেয়ারম্যান ১৮২ মেম্বার

     

নিজস্ব প্রতিনিধি

রাউজানে ইউনিয়ন পরিষদ নির্বাচন হচ্ছে না। আসন্ন ইউপি নির্বাচনে যাচাই-বাচাইয়ের দিন ধার্য  ছিল ৪ নভেম্বর বৃহস্পতিবার। এ দিনে ১৮২ জনের কেউ  বাদ পরেনি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার বাঁধা কাটিয়ে চুড়ান্ত পর্যায়ে সকল পদের একক প্রার্থী।

এই তথ্য নিশ্চিত করেছেন রাউজান উপজেলা নির্বাচন কর্মকর্তা অরুন উদয় ত্রিপুরা।

তিনি জানান ৪ নভেম্বর যাচাই-বাছাইয়ে কারও কোন ত্রুটি ধরা পড়েনি। আগামী ১২ নভেম্বর প্রার্থী প্রত্যাহারের সুযোগ থাকলেও এতে কেউ প্রত্যাহার ও করেনি।

নির্বাচন অফিস সূত্র মতে, উপজেলার ১৪টি ইউনিয়নে ১৪ জন চেয়ারম্যান প্রার্থী, সকাল ইউনিয়নে ১’শত ২৬টি সাধারণ ওয়ার্ডে ইউপি সদস্য পদে আওয়ামী লীগ মনোনিত ১২৬ জন ইউপি সদস্য পদপ্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ ছাড়া ৪২টি সংরক্ষিত মহিলা ওয়ার্ডে ৪২ জন মহিলা ইউপি সদস্য পদ প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দেন। গত ২ নভেম্বর মনোনয়ন জমাদানের শেষ দিনে রাউজানে আওয়ামী লীগের দলীয় প্রার্থী ছাড়া কোন বিদ্রোহী প্রার্থী, অন্য দল কিংবা স্বতন্ত্র প্রার্থী মনোনয়পত্র দাখিল করেননি। বিনাপ্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে নির্বাচিত হতে যাচ্ছেন ১নং হলদিয়া ইউনিয়নে মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, ২নং ডাবুয়া ইউনিয়নে আব্দুর রহমান চৌধুরী লালু, ৩নং চিকদাইর ইউনিয়নে প্রিয়তোষ চৌধুরী, ৪নং গহিরা ইউনিয়নে নুরুল আবছার বাঁশি, ৬নং বিনাজুরী ইউনিয়নে রবিন্দ্র লাল চৌধুরী, ৭নং রাউজান সদর ইউনিয়নে বিএম জসিম উদ্দিন হিরু, ৮নং কদলপুর ইউনিয়নে নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী, ৯নং পাহাড়তলি ইউনিয়নে রোকন উদ্দিন, ১০নং পূর্বগুজরা ইউনিয়নে মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন আহমেদ, ১১নং পশ্চিম গুজরা ইউনিয়নে লায়ন সাহাবুদ্দিন আরিফ, ১২নং উরকিরচর ইউনিয়নে সৈয়্যদ আব্দুল জব্বার সোহেল, ১৩নং নোয়াপাড়া ইউনিয়নে মো. বাবুল মিয়া, ১৪নং বাগোয়ান ইউনিয়নে ভূপেষ বড়ুয়া, ১৫নং নোয়াজিষপুর ইউনিয়নে সরোয়ার্দী সিকদার। এদের মধ্যে রবিন্দ্র  লাল চৌধুরী, নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী ও মো. বাবুল মিয়া নতুন মুখ। অন্যদিকে মনোয়নপত্র দাখিলের শেষ সময় মঙ্গলবার (২ নভেম্বর) নির্ধারিত থাকলেও একদিন আগেই  ১৪টি ইউনিয়নের আওয়ামী লীগ মনোনিত চেয়ারম্যান, ওয়ার্ড মেম্বার ও সংরক্ষিত আসনে একজন করে প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply