১৯ এপ্রিল ২০২৪ / ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / দুপুর ১২:৪৬/ শুক্রবার
এপ্রিল ১৯, ২০২৪ ১২:৪৬ অপরাহ্ণ

ভাড়া ৯ টাকা বেশি নেওয়ায় ২ হাজার টাকা জরিমানা

     

মৌমিতা পরিবহনের একটি বাসে নারায়ণগঞ্জ থেকে গাবতলী যাচ্ছিলেন এক যাত্রী। তার কাছে থেকে বাসের সুপারভাইজার ৯ টাকা বেশি ভাড়া নেয়ার অভিযোগে বাসটিকে ২ হাজার টাকা জরিমানা করেছে ডিএমপির ভ্রাম্যমাণ আদালত

বুধবার ( ১০ নভেম্বর) রাজধানীর কলাবাগানে বেলা ১২টায় থেকে গণপরিবহনে বাড়তি ভাড়া আদায় বন্ধে ডিএমপির অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় এ জরিমানা করা হয়। এতে দায়িত্ব পালন করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট  রফিকুল ইসলাম।

ভ্রাম্যমাণ আদালত চলাকালীন নারায়ণগঞ্জ থেকে সাভারগামী মৌমিতা পরিবহনের একটি বাস থামানো হয় কলাবাগান পুলিশবক্সের পাশে। যাত্রীদের সঙ্গে কথা বলার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট জানতে পারেন, এক যাত্রীর কাছ থেকে ৬১ টাকার ভাড়া ৭০ টাকা রেখেছে বাসের সুপারভাইজার। ভাড়া বেশি রাখার বিষয়ে বাসের সুপারভাইজার শহীদুল ইসলাম সদুত্তর দিতে পারেননি। এ অভিযোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে ২ হাজার টাকা জরিমানা করেন এবং পরবর্তীতে ভাড়া বেশি না নেয়ার বিষয়েও সতর্ক করে দেন।সবটুকু জানতে ক্লিক করুন

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply