২৫ এপ্রিল ২০২৪ / ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৬:২২/ বৃহস্পতিবার
এপ্রিল ২৫, ২০২৪ ৬:২২ পূর্বাহ্ণ

৬ লক্ষ টাকা হলেই বেঁচে যাবে বোয়ালখালীর মেধাবী ছাত্র রবিন

     

বোয়ালখালী প্রতিনিধি

কৃষকপুত্র মেধাবী ছাত্র রবিন কি বাঁচবে! চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার ৯ নং আমুচিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের গরীব কৃষক আবদুল মান্নানের ছেলে মহিন হাসান রবিন। সে দক্ষিণ পূর্ব ধোরলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর মেধাবী ছাত্র। মোঃ মহিন হাসান রবিন দীর্ঘদিন ধরে পেনিস ও হার্টের জটিল রোগে ভুগছে। রবিনের গরীব ও দরিদ্র পিতা মান্নানের নগদ টাকাসহ যা সম্বল ছিল তা ছেলের চিকিৎসায় শেষ হয়ে গেছে। রবিন বর্তমানে ঢাকা মীরপুর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ও সহযোগী অধ্যাপক ডাঃ তওফিক শাহরিয়ার হক এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক নিউরোসার্জন ডাঃ মোঃ সানাউল্লাহ শামীমের অধীনে চিকিৎসাধীন আছে। ডাক্তাররা উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার পরামর্শ দিয়েছেন। কিন্তু রবিনের পরিবারের আর সামর্থ্য নেই। রবিনের চিকিৎসার জন্য দরকার ৫ পাঁচ থেকে ছয় লক্ষ টাকা। টাকার অভাবে চিকিৎসা বিহীন মেধাবী ছাত্র রবিন এখন মৃত্যু শয্যায়। তাই মেধাবী ছাত্র রবিনকে বাঁচাতে সরকারি বেসরকারি ও সকল বিত্তশালীদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন তার পরিবার। সাহায্য বা টাকা পাঠানোর ঠিকানা আবদুল মান্নান বিকাশ নং ০১৮৬১০২২০৭৫ এবং S I B L No 1321340018252 বোয়ালখালী শাখা, চট্টগ্রাম যোগাযোগ উৎপল চৌধুরী (প্রধান শিক্ষক) মোবাইল নং ০১৮১৮৯২১২৮২  ।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply