২৫ এপ্রিল ২০২৪ / ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / দুপুর ২:৫৪/ বৃহস্পতিবার
এপ্রিল ২৫, ২০২৪ ২:৫৪ অপরাহ্ণ

বকশীগঞ্জে এক রাতে দুটি বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও

     

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে এক রাতে দুটি বাল্য বিয়ে বন্ধ হয়েছে। বুধবার রাতে বগারচর ইউনিয়নের বালুরচর গ্রাম ও সারামারা গ্রামে বাল্যবিয়ে দুটি বন্ধ করা হয়।
জানা গেছে, বগারচর ইউনিয়নের বালুরচর গ্রামের এক কৃষকের শিশু কন্যা ও সারমারা নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী (১৪) এবং একই ইউনিয়নের সারমারা গ্রামের ষষ্ঠ শ্রেণির ছাত্রীর (১১) বিয়ের দিন ধার্য্য করা হয়। বুধবার রাতে কনে পক্ষ এই দুটি বিয়ের সকল প্রস্তুতি সম্পন্ন করেন।
গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুন মুন মুন জাহান লিজা পৃথক অভিযান চালিয়ে বাল্যবিয়ে দুটি বন্ধ করে দেন এবং ১৮ বছর না হওয়া পর্যন্ত তাদেরকে বিয়ে না দিতে কনে পক্ষের নিকট মুচেলিকা নেন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply