২০ এপ্রিল ২০২৪ / ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / ভোর ৫:৫৭/ শনিবার
এপ্রিল ২০, ২০২৪ ৫:৫৭ পূর্বাহ্ণ

বোয়ালখালীতে প্রবারণা পূর্ণিমা উদযাপন

     

বোয়ালখালী প্রতিনিধি

চট্টগ্রামের বোয়ালখালীতে বৌদ্ধদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা অনুষ্ঠিত হচ্ছে। বুধবার (২০ অক্টোবর) উপজেলার বৌদ্ধ বিহারগুলোতে সকাল থেকে জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, অষ্টবিংশতি বুদ্ধ পূজা, অষ্টশীল গ্রহণ ভিক্ষুসংঘের পিন্ডাচরণ। বিকেলে ধর্মালোচনা, পঞ্চশীল গ্রহণ এবং সন্ধ্যায় প্রদীপ পূজা ও বিশ্বশান্তি কামনায় সমবেত প্রার্থনা ও ফানুস উত্তোলন করা হবে। পরদিন ২১ অক্টোবর বৃহস্পতিবার থেকে শুরু হবে দানোত্তম শুভ কঠিন চীবর দান। এ সময় ত্রৈমাসিক বর্ষাবাস শেষে শীল, সমাধি প্রজ্ঞার আলোকবর্তিকায় ব্রতি হয়ে বিহারে বিহারে ধর্ম প্রচারে অংশ গ্রহণ করবেন প্রাজ্ঞ ভিক্ষু সংঘরা। উপজেলার বিহারগুলোর মধ্যে আহলা কড়লডেঙ্গা ইউনিয়নের বৈদ্যপাড়া সার্বজনীন বিহার, বোধিদ্রুম বিহার ও শাক্যমুণি বিহার, কড়লডেঙ্গা গৌতমমুণি বিহার ও বোধি বিহার, জ্যৈষ্টপুরা আদি শাক্যমুণি বিহার, শান্তিময় বিহার, শরনংকর বিহার, দক্ষিণ জ্যেষ্টপুরা কেন্দ্রীয় বৈশালী বিহার ও অতিশ দীপংকর বিহার, শ্রীপুর আমুচিয়া বোধিসত্ব বিহার, আদি শাক্যমুণি বিহার ও মৈত্রী বিহার, খরণদ্বীপ আর্যবোধি বিহার ও তথাগত বিহার, পূর্ব আমুচিয়া আর্য মৈত্রীয় বিহার, পূর্ব আমুচিয়া ধর্মদূত বিহার, সারোয়াতলী সার্বজনীন ত্রিরত্ন বিহার, শাকপুরা ধর্মানন্দ বিহার, প্রজ্ঞাবংশ বিদর্শন ভাবনা কেন্দ্র, তপোবন বিহার ও লালচাঁদ বিহার, কধুরখীল জ্ঞানোদয় বিহার ও মারজিন বিহার, হাজারীরচর জ্ঞানাঙ্কুর বৌদ্ধ বিহার, পৌরসভার গোমদন্ডী সার্বজনীন জ্ঞানোদয় বিহার, চরণদ্বীপ জ্ঞানাঙ্কুর বিহারে প্রবারণা পূর্ণিমা উদযাপনের সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে। বৈশ্বিক করোনা মহামারির ক্রান্তি লগ্নে স্বাস্থ্যবিধি মেনে উপজেলার প্রতিটি বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে প্রবারণা পূর্ণিমা উদযাপিত হবে বলে জানিয়েছেন বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদ এর সভাপতি দুলাল কান্তি বড়ুয়া ও সাধারণ সম্পাদক পল্টু কান্তি বড়ুয়া।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply