২৪ এপ্রিল ২০২৪ / ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সন্ধ্যা ৬:০৩/ বুধবার
এপ্রিল ২৪, ২০২৪ ৬:০৩ অপরাহ্ণ

পর্যায়ক্রমে দেশের সব স্কুল শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

     

পর্যায়ক্রমে দেশের সব স্কুল শিক্ষার্থীকে করোনা ভাইরাসের টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশের ৮০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনা হবে।’

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) মানিকগঞ্জে কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষামূলকভাবে জেলার দু’টি মাধ্যমিক বিদ্যালয়ের ১০০ জন (১২-১৭ বৎসর) শিক্ষার্থীকে টিকা প্রদান উদ্বোধনকালে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, ‘পরীক্ষামূলকভাবে ১০০ জন ছাত্র-ছাত্রীকে টিকা দেওয়া হলো। পরবর্তী পর্যায়ক্রমে দেশের সব শিক্ষার্থীকে এই টিকার আওতায় আনা হবে। টিকা দিয়েই শেষ নয়, তার পরও সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।সবটুকু জানতে ক্লিক করুন

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply