২৩ এপ্রিল ২০২৪ / ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সন্ধ্যা ৬:২০/ মঙ্গলবার
এপ্রিল ২৩, ২০২৪ ৬:২০ অপরাহ্ণ

কাবুলে মসজিদের বাইরে বিস্ফোরণে বহু হতাহত

     

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি মসজিদের প্রবেশপথে বোমা হামলার ঘটনা ঘটেছে, এতে অসংখ্য বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছেন বলে জানা যায়। রবিবার (৩ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছে দেশটির তালেবান সরকার।

তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদর মায়ের জন্য আয়োজিত শোক অনুষ্ঠান কাবুলের ঈদ গাহ মসজিদে। এই মসজিদের প্রবেশপথের কাছে বিস্ফোরণ ঘটেছে। তবে তাৎক্ষণিকভাবে এই হামলার ব্যাপারে কোনও গোষ্ঠী দায় স্বীকার করেনি। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আব্দুল্লাহ নামে স্থানীয় এক দোকানদার বার্তা সংস্থা এএফপি’কে বলেন, আমি ঈদ গাহ মসজিদের কাছে গুলির পর বিস্ফোরণের শব্দ শুনেছি। বিস্ফোরণের কয়েক মুহূর্ত আগে তালেবান মসজিদের রাস্তা বন্ধ করে দিয়েছিল বলেও জানিয়েছেন তিনি।

এই শোক অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেওয়া এক বিবৃতি এই অনুষ্ঠানে বন্ধুবান্ধবসহ সবাইকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছিলেন তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ। বিস্ফোরণের ঘটনায় অনেকেই হতাহত হয়েছেন বলে তালেবানের কর্মকর্তারা জানিয়েছেন।

 

 

 

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply