১৯ এপ্রিল ২০২৪ / ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৯:০৯/ শুক্রবার
এপ্রিল ১৯, ২০২৪ ৯:০৯ পূর্বাহ্ণ

মেডিকেল কলেজে সশরীরে ক্লাস শুরু

     

স্কুল ও কলেজ খুলে দেওয়ার একদিনের মাথায় সোমবার (১৩ সেপ্টেম্বর) থেকে দেশের সকল মেডিকেল কলেজে সশরীরে ক্লাস শুরু হয়েছে। প্রথম দিকে সব বর্ষের ক্লাস শুরু না হলেও পর্যায়ক্রমে শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. ফরিদ হোসেন মিয়া।

এদিকে, গত ২ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছিলেন, সরকারি-বেসরকারি মেডিকেল কলেজ পর্যায়ে ১ম, ২য় ও ৫ম বর্ষের শিক্ষার্থীদের সশরীরে ক্লাস ১৩ সেপ্টেম্বর (সোমবার) থেকে শুরু হবে।

এ বিষয়ে গত ৮ সেপ্টেম্বর (বুধবার) একটি নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। নির্দেশনাগুলো হলো-

স্বাস্থ্যবিধি অনুসরণ করে চিকিৎসা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থী হোস্টেল (প্রযোজ্য ক্ষেত্রে) ক্লাস শুরুর ৩ দিন আগে খুলে দিতে হবে।
সশরীরে ক্লাস পরিচালনার ক্ষেত্রে যথাযথভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে।
শিক্ষার্থীদেরকে স্বাস্থ্যবিধি প্রতিপালনে প্রশিক্ষণ প্রদান ও স্বাস্থ্যবিধির উপকরণসমূহ সহজলভ্যের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
ক্লাস শুরু করার ক্ষেত্রে শুরুতে ক্লাসের সংখ্যা ও সময় কম রাখা যেতে পারে।
সশরীরে উপস্থিতির পাশাপাশি অনলাইনে ক্লাস চলমান থাকবে।সবটুকু জানতে ক্লিক করুন

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply