১৯ এপ্রিল ২০২৪ / ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৮:২৭/ শুক্রবার
এপ্রিল ১৯, ২০২৪ ৮:২৭ পূর্বাহ্ণ

গণটিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু

     

কোভিড-১৯ গণটিকা কার্যক্রমের আওতায় আজ থেকে সারাদেশে দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয়েছে। আজ মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দেশব্যাপী একযোগে টিকাদান শুরু হয়। চলবে বিকাল ৩টা পর্যন্ত।

দ্বিতীয় ডোজ টিকা নিতে সকাল থেকে রাজধানীর কেন্দ্রগুলোর বাইরে ছিল মানুষের দীর্ঘ লাইন। কোনো রকম ভোগান্তি না থাকলেও দীর্ঘ লাইনের কারণে টিকা নিতে অপেক্ষা করতে হচ্ছে। টিকা পেতে তাই ভোর ৫টা থেকে লাইনে দাঁড়িয়েছেন অনেকেই।

শ্যামলির টিবি হাসপাতালের বাইরে টিকা নিতে আসা মাসুদ জানান, প্রথম ডোজ নিতে ভোগান্তি পোহাতে হলেও আজ দ্বিতীয় ডোজ নিতে তেমন কষ্ট হয়নি। তবে দীর্ঘ লাইনের কারণে টিকা পেতে কিছুটা সময় লেগেছে।

আরেক কেন্দ্র শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে টিকা নিতে আসা আরিফা জানান, কার্ড অনুযায়ী গতকাল টিকা দেওয়ার কথা থাকলেও আজ টিকা পেয়েছেন তিনি। তবে তেমন কোনো ভোগান্তির সম্মুখীন হতে হয়নি।সবটুকু জানতে ক্লিক করুন

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply