২৩ এপ্রিল ২০২৪ / ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / বিকাল ৫:০৪/ মঙ্গলবার
এপ্রিল ২৩, ২০২৪ ৫:০৪ অপরাহ্ণ

সিআরবি খেকো বর্ণচোরাদের প্রতিরোধ করতে হবে ! মাফিয়াদের ষড়যন্ত্র রুখে দিতে নগরীতে বিশাল মশাল মিছিল 

     

চট্টগ্রামের প্রাণ-প্রকৃতি সিআরবিকে অন্ধকারের অপশক্তিরা গ্রাস করতে চাচ্ছে । ষড়যন্ত্রের জাল বসাচ্ছে ওরা। এ অন্ধকারের অপশক্তিকে আলোর মশাল জ্বালিয়ে ছারখার করে দেয়ার অভিপ্রায়ে সোমবার ‘নাগরিক সমাজ’ চট্টগ্রামের উদ্যোগে বিশাল মশাল মিছিল নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয় । মশাল মিছিলটি উদ্বোধন করেন, নাগরিক সমাজ চট্টগ্রামের চেয়ারম্যান বিশিষ্ট সমাজ বিজ্ঞানী প্রফেসর ড. অনুপম সেন । তিনি হুশিয়ারী উচ্চারণ করে বলেন, প্রাণ-প্রকৃতি সিআরবিকে  গ্রাস করার সব অপচেষ্টা রুখে দেয়া হবে ।  সিআরবিকে ধ্বংস করে বানিজ্যিক হাসপাতাল করতে দেয়া হবে না। সুবিধা ভোগীরা আস্তা কুঁড়ে নিক্ষিপ্ত হবেই ।
রাজনীতিবিদ ও সংস্কৃতিক ব্যক্তিত্ব মফিজুর রহমান বলেন, যারা সিআরবিকে গ্রাস করতে চাচ্ছে, তারা পরিবেশ বান্ধব নয়, দেশপ্রেমিক নয় । তারা বর্ণচোরা, দেশদ্রোহী, সুবিধাবাদী । প্রতিবাদ কর্মসূচীতে বক্তব্য রাখেন নাগরিক সমাজ’ চট্টগ্রামের মহাসচিব এডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুস, কবি ও সাংবাদিক কামরুল হাসান বাদল, রাজনীতিবিদ মিঠুল দাশ গুপ্ত, সাংস্কৃতিক কর্মী স্বপন মজুমদার, আবৃত্তি শিল্পী রাসেদ হাসান, প্রফেসর হোসাইন কবির, সাবেক ছাত্রনেতা মোহাম্মদ শাহজাহান চৌধুরী, সাবেক কেন্দ্রীয় যুবলীগ নেতা রাশেদ খান মেনন, সাংবাদিক জসিম উদ্দিন, শিবু দাশ, মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি, এডভোকেট রাশেদুল আলম রাশেদ, নারীনেত্রী হাসিনা আক্তার টুনু, ডা: আর কে দাশ রুবেল, জেনিফার আলম, কবি মিনু মিত্র, মিজানুর রহমান, হুমায়ূন কবির মাসুদ, তোফাজ্জল হোসেন জিকু, মাহমুদুল করিম । উপস্থিত ছিলেন,  নজরুল গবেষক ও সাংবাদিক ওসমান জাহাঙ্গীর, সাংবাদিক ও কলামিস্ট রোকন উদ্দিন আহমদ,  সাংবাদিক ফরমান উল্ল্যাহ চৌধুরী প্রমুখ ।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply