২৫ এপ্রিল ২০২৪ / ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / বিকাল ৫:১৩/ বৃহস্পতিবার
এপ্রিল ২৫, ২০২৪ ৫:১৩ অপরাহ্ণ

মহান জাতীয় শহীদ দিবস শাহাদাতে কারবালা দিবস স্মরণে সালাতু সালাম মাহফিল পালন

     

মিথ্যা-অবিচার-স্বৈরতার কবল থেকে সত্য ও মানবতার মুক্তি সাধনায় সর্বকালের সর্বোচ্চ মহা শাহাদাত, মুসলিম মিল্লাতের মহান জাতীয় শহীদ দিবস শাহাদাতে কারবালা দিবস উপলক্ষে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্ট ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভুলুশন, হালিশহর থানা শাখার উদ্যোগে শুক্রবার মুসলিম মিল্লাতের মহান জাতীয় শহীদ দিবস শাহাদাতে কারবালা দিবস স্বরনে সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত হয়। বিশ্ব সুন্নী আন্দোলনের প্রতিষ্ঠাতা ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক আল্লামা ইমাম হায়াত এর দিক নির্দেশনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল্লামা মুফতি রেজাউল কাওসার। রায়হান মোস্তাকের সঞ্চালনায় উক্ত মাহফিলে প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন আল্লামা আউয়াল কাদেরী। বক্তব্য রাখেন এডভোকেট নুসরাত আফরিন নোহা, নাফিস মোবারক, আবদুল বারেক,মনিরুল ইসলাম, আরিফ আল আহসান,আজিজ মাবরুর, হুসনে আরা বেগম, কামরুন নাজাত, হাফেজ জামসেদ, আমির হোসেন, আশরাফুল আলম (জুয়েল), মঈনউদ্দীন (মনি), সাহফুল ইসলাম, এন এম হোসাইন, ইঞ্জিনিয়ার হাজেরা আকতার মাহি, রাবেয়া মোবাসেরা, সাহানা আকতার(পারুল), ফাতেমা ইফতেখার লীজা, ফাহমিদা ইফতেখার (লুবনা), এমদাদ আহমেদ (কায়েস) প্রমুখ সুন্নী নেতৃবৃন্দ ও শিক্ষাবিদ উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ দশ-ই মহররম শাহাদাতে কাররালা দিবসকে ঈমানী অস্তিত্বের স্মারক ও মুসলিম মিল্লাতের মহান জাতীয় শহীদ দিবস এবং মানবতার মুক্তির মহা শাহাদাত উলেখ্য করে বলেন, প্রাণপ্রিয় ইমামে আকবর ইমাম হুসাইন রাদিআল্লাহ আনহুর অতুলনীয় মহান শাহাদাতের মধ্যেই নিহিত সত্য ও জীবনের মর্মধারা তথা দুনিয়ার পূর্বাপর সমস্ত জিহাদ ও শাহাদাতের সম্মিলিত পূর্ণ মর্ম। নেতৃবৃন্দ আরও বলেন, প্রাণপ্রিয় আহলে রাসুল ঈমান দ্বীনের প্রাণ ও হকের মানদন্ড,তাদের ভালবাসা ও সম্পর্ক ই আল্লাহতালার ও তার হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালবাসা ও সম্পর্ক এবং তাঁদের শত্রæতা ও বিচ্ছিন্নতাই আল্লাহতাআলা ও তাঁর হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শত্রুতা ও বিচ্ছিন্নতা। কাফের এজিদ কর্তৃক কারবালার ইমাম হুসাইন ও পবিত্র আহলে রাসুলের এ শাহাদাত-ঈমান ও জীবনের বিপরীত বস্তুবাদি গোত্রবাদি কুফরি চেতনার গ্রাস থেকে সত্যের কলেমার তাওহীদ রেসালাত ভিত্তিক ঈমানী সত্তা-চেতনা- জাতীয়তা ও বস্তুবাদের উর্ধ্বে মানবসত্তা ও মানবাধিকার প্রতিষ্ঠার শাহাদাত। কারবালার শাহাদাত ইসলামের নীতি আদর্শ উৎখাতকারী এবং ব্যাপক রক্তপাতের মাধ্যমে মহান মকবুল শাহাবায়ে কেরামের সীমাহীন ত্যাগের বিনিময়ে প্রতিষ্ঠিত ইসলাম ও মানবতার বিশাল সাম্রজ্য জবরদখলকারী মোয়াবিয়া এজিদ মোনাফেকি চক্রের বিণাশী গ্রাস থেকে ইসলামের মূল ধারা মহান শাহাদাত। এ শাহাদাত মোয়াবিয়া এজিদ চক্রের উমাইয়া গোত্রবাদি স্বৈরদস্যুতন্ত্র মুলুকিয়তের ধ্বংসাত্বক গ্রাস থেকে সব মানুষের নিরাপত্তা-অধিকার- স্বাধীনতা ভিত্তিক সর্বজনীন মানবতার রাষ্ট্র ব্যবস্থা ও মানবিক সাম্যের ভিত্তিতে মুক্ত জীবনের মুক্ত দুনিয়া খেলাফতে ইনসানিয়াত মহান শাহাদাত।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply