২০ এপ্রিল ২০২৪ / ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৩:৫৫/ শনিবার
এপ্রিল ২০, ২০২৪ ৩:৫৫ পূর্বাহ্ণ

পটিয়ার এমপি বিরোধীদের চট্টগ্রাম ক্লাবে নীতি নির্ধারণী বৈঠক

     

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের এমপি শামসুল হক চৌধুরী বিরোধীদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম ক্লাবের ভিআইপি লাউঞ্জে পটিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রাশেদ মনোয়ারের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি চেমন আরা তৈয়ব, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাাদক বদিউল আলম ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের নেতৃত্বদানকারী কয়েকজন নেতা। গত ইউপি নির্বাচন নিয়ে স্থানীয় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে স্থানীয় এমপি শামসুল হক চৌধুরীর বিরোধের জের ধরে পটিয়ার বর্তমান ও সাবেক আওয়ামী লীগ নেতারা এমপি বিরোধী একটি আলাদা বলয় তৈরি করতে মাঠে নেমেছেন। বক্তারা পটিয়া উপাজেলা আওয়ামী লীগের নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাকের সঙ্গে এমপি শামসুল হক চৌধুরীর অসাংগঠনিক আচরণে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। এছাড়াও আাগমী ১৬ জুলাই পটিয়া উপজেলা আওয়ামী লীগের প্রতিনিধি সম্মেলন সফল করার আহ্বান জানান। বৈঠকে শুক্রবার পটিয়া উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সালাউদ্দিনকে মারধর করে পুলিশে দেয়ার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি লায়ন শামসুল হক, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম এ জাফর, সাবেক কমডোর জোবাইর আহমদ, দক্ষিণ জেলা আওয়ামী লীগের বর্তমান কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আবদুল মতিন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের বর্তমান কমিটির সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নাছির উদ্দিন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবদুর রশীদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য সেলিম নবী, দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি আ ম ম টিপু সুলতান চৌধুরী, মহানগর যুবলীগ নেতা দিদারুল আলম, পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক মাস্টার সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, কেন্দ্রীয় যুবলীগ নেতা আবুল কালাম আজাদ, পটিয়া পৌরসভা আওয়ামী লীগ নেতা মামুনুর রশীদ, দক্ষিণ জেলা কৃষক লীগের সভাপতি আতিক, চট্টগ্রাম দক্ষিণ জেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সভাপতি ইঞ্জিনিয়ার মোরশেদ, পটিয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজেদা বেগম, ভাটিখাইন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসীম উদ্দিন, ছনহরা ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাাদ সরওয়ার, বড়লিয়া ইউনিয়ন আওয়ামী লীগের মোরশেদুল আলম, আওয়ামী লীগ নেতা মূর্তিমান বড়ুয়া, শফিকুল মান্নান, সাবেক ছাত্রনেতা মাইন উদ্দিন, সবুজ বড়ুয়া, আলমগীর খান, আশিক তালুকদার প্রমুখ।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply