২৫ এপ্রিল ২০২৪ / ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / বিকাল ৪:১০/ বৃহস্পতিবার
এপ্রিল ২৫, ২০২৪ ৪:১০ অপরাহ্ণ

কক্সবাজারে ১০ ফুট দৈর্ঘের অজগর অবমুক্ত

     

জাফর আলম, কক্সবাজার ১৪ আগষ্ট

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের টেকনাফের হোয়াইক্যং রেঞ্জের শামলাপুর বনবিটে ২০ কেজি ওজনের ১০ ফুট লম্বা একটি অজগর সাপ অবমুক্ত করা হয়েছে।

আজ শনিবার (১৪ আগষ্ট ) সকাল ১১ টার দিকে টেকনাফের হোয়াইক্যং রেঞ্জের শামলাপুর বনবিটের কাটাছড়া নামক পাহাড়ের এলাকায় অজগরটি অবমুক্ত করা হয়। এর আগে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর লোকালয় থেকে অজগরটি উদ্ধার করেন স্থানীয় বন বিভাগ ও সহ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা।

জানা গেছে,গত ডিসেম্বর ও জানুয়ারিতে লোকালয় থেকে কয়েকটি অজগর সাপ বনে অবমুক্ত করা হয়েছে। শামলাপুর বিট কর্মকর্তা কেবিএম ফেরদৌস জানান, আজ সকালে কাটাছড়ার লোকালয় এলাকায় লোকজন অজগর সাপটি দেখে খবর দেয়। খবর পেয়ে বন বিভাগ ও ভিসিএফ ও ভিসিজির সদস্যরা উদ্ধার করে হোয়াইক্যং রেঞ্জ কর্মকর্তার অনুমতিক্রমে হোয়াইক্যং রেঞ্জের শামলাপুর কাটাছড়ার পাহাড়ের বনে সাপটি অবমুক্ত করা হয়। ২০ কেজি ওজনের অজগরটির দৈর্ঘ্য ১০ ফুট।

এ সময় উপস্থিত ছিলেন, শামলাপুর ভিসিএফ ও ভিসিজির সভাপতি আমীর মোহাম্মদ শাহজাহান, ভিসিজির সদস্য শহীদ, সাবেক মেম্বার আলী আকবরসহ স্থানীয় লোকজন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply