১৯ এপ্রিল ২০২৪ / ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সন্ধ্যা ৭:৩৪/ শুক্রবার
এপ্রিল ১৯, ২০২৪ ৭:৩৪ অপরাহ্ণ

মাস্ক ব্যবহার তুলে নিলো ডেনমার্ক

     

করোনাভাইরাসের সংক্রমণ এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। কিন্তু মোট জনসংখ্যার অধিকাংশই ভাইরাসটির টিকা নেওয়ায় বাধ্যতামূলক মাস্ক পরার আদেশ শিথিল করেছে ডেনমার্ক। আজ শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

ডেনমার্কের পরিবহনমন্ত্রী বেনি এঙ্গেলব্রেশট আজ শুক্রবার এক বিবৃতিতে এ সম্পর্কে বলেন, ‘দেশের মোট জনসংখ্যার বড় অংশকেই টিকার আওতায় আনা সম্ভব হয়েছে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার পরিস্থিতিও তৈরি হচ্ছে। তি আমরা এখন জনসমাগম পূর্ণ স্থান ও গণপরিবহনে মাস্ক পরাকে বিদায় জানাতে পারি।’

করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর থেকে এ পর্যন্ত ডেনমার্কে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৩ লাখ ২৯ হাজার ১০ জন। মৃত্যু হয়েছে মোট ২৫৫৮ জনের। এর মধ্যে আজ শুক্রবার দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার জন এবং মারা গেছেন ৩ জন।

তবে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্যসেবা সংস্থা ন্যাশনাল হেলথ এজেন্সি এক বিবৃতিতে জানিয়েছে, ডেনমার্কের মোট জনসংখ্যার ৬০ শতাংশ করোনা টিকার দুই ডোজ গ্রহণ করেছেন।সবটুকু জানতে ক্লিক করুন

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply