২০ এপ্রিল ২০২৪ / ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৮:০২/ শনিবার
এপ্রিল ২০, ২০২৪ ৮:০২ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রী কে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ইপিজেড পতেঙ্গা বাসীর আনন্দ মিছিল

     

বিশেষ প্রতিনিধি
চট্টগ্রামের লালখান বাজার হতে পতেঙ্গা বিমানবন্দর পর্যন্ত ৩২৫০ কোটি টাকা ব্যায়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে একনেকে অনুমোদন করায় সর্বস্তরের জনসাধারনের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে এক বিশাল আনন্দ মিছিল ইপিজেড পতেঙ্গা বাসীর পক্ষে ৩৯নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মোঃ জিয়াউল হক সুমনের নেতৃত্বে সল্টগোলা ক্রসিং থেকে শুরু হয়ে বন্দরটিলা ঘুরে বে-শপিং চত্বরে এসে শেষ হয়েছে।
এসময় সংক্ষিপ্ত পথ সভায় ইপিজেড থানা আঃলীগ আহবায়ক হাজী হারুনুর রশিদ প্রধান অতিথির বক্তব্যে বলেন,দীর্ঘদিনের বন্দর ইপিজেড পতেঙ্গায় ভয়াবহ যানজট নিরসনকল্পে সিডিএ কর্তৃক প্রস্তাবিত ৩২৫০ কোটি টাকা ব্যায়ে লালখান বাজার হতে বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে একনেকে অনুমোদন করায় ” প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনা”কে চট্টগ্রামের সর্বস্তরের জনসাধারনের পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। তিনি দীর্ঘ দিন পর হলেও যে, আমাদের দুঃখ বুঝে বাস্তব ওকার্যকরী পদক্ষেপ গ্রহনে লক্ষ লক্ষ মানুষ উপকৃত হবে। আর ভয়াবহ যানজট নিরসন সহ নিরীহ জন সাধারণ সহজেই শহর মুখি হয়ে তাদের নিত্যকার্য্য করে গন্তব্য পৌছাতে পারবেন বলে আনন্দ প্রকাশ করছেন ।
র্যা লি ওপথ সভায় আরো উপস্থিত ছিলেন ইপিজেড থানা আঃলীগ যুগ্ন আহবায়ক মোঃ আবু তাহের,৩৯নং ওয়ার্ড সাঃসম্পাদক-হাজী শফিউল আলম,আঃলীগ নেতা মোঃ হারুন,লোকমান,মোঃ নাছির,জাহেদ হোসেন,মিজানুর রহমান,মোঃ আইয়ুব,মহিলা লীগ, নেত্রী শারমিন সুলতানা,যুবলীগ সাঃসম্পাদক মোঃ সেলিম রেজা,চন্দ্রাশীষ আশিষ,আজাদ হোসেন রাসেল,স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ মামুনুজ্জামান মামুন,মনির,ছাত্রলীগ নেতাআমীর হামজা, ইকবাল হোসেন নয়ন,জিয়াউল হক জিয়া,শাহাদাৎ হোসেন বুলু,দীপু,সাইফুল,শুভ সহ বন্দর ইপিজেড পতেঙ্গা বাসীর অগনিত জনতা ।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply