১৮ এপ্রিল ২০২৪ / ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / বিকাল ৪:২৭/ বৃহস্পতিবার
এপ্রিল ১৮, ২০২৪ ৪:২৭ অপরাহ্ণ

বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দীনের ইন্তেকাল

     

চট্টগ্রাম বন্দর কর্মচারী পরিষদ সিবিএ’র সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুহাম্মদ মমতাজ উদ্দীন (৬৮)  জাজ ১০ আগস্ট, মঙ্গলবার, সকাল ১০ টায় বন্দর হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ৩ মেয়ে, নাতি-নাতনী সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান।

মরহুমের ১ম নামাজের জানাযা ঐদিন বাদে জোহর বন্দর হাসপাতালের সামনে, ২য় নামাজের জানাযা বাদে আছর নিজ গ্রাম চন্দনাইশ পশ্চিম কেশুয়া মধ্যমপাড়া হযরত শাহসূফী আমজাদ আলী শাহ (রহ.) জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়। শেষে পারিবারিক কবরস্হানে রাষ্ট্রিয় মর্যাদায় দাফন করা হয়। মরহুমের ইন্তেকালে চট্টগ্রাম বন্দর ১০ আসনের সংসদ এম.এ. লতিফ এম পি, বন্দর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়াল অ্যাডমিরাল এম. শাহাজাহান, চট্টগ্রাম ১৪ আসনের সাংসদ আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী এম পি, চন্দনাইশ উপজেলার চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, প্যানেল চেয়ারম্যান সোলাইমান ফারুকী, চট্টগ্রাম বন্দর কর্মচারী পরিষদ (সিবিএ) এর সভাপতি মোহাম্মদ আজিম, সাধারণ সম্পাদক নায়েবুল ইসলাম ফটিক শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য যে, মমতাজ উদ্দিন চট্টগ্রাম বন্দরে দীর্ঘ কর্মজীবন অতিবাহিত করেন। তিনি চট্টগ্রাম বন্দর উপদেষ্টা কমিটির সদস্য, বন্দর জাতীয় প্রমিক লীগের সাবেক সভাপতি, কেশুয়া আমজাদ আলী শাহ (রহ.) জামে মসজিদের আমৃত্যু সভাপতি থেকে মসজিদের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply