২০ এপ্রিল ২০২৪ / ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / দুপুর ২:০০/ শনিবার
এপ্রিল ২০, ২০২৪ ২:০০ অপরাহ্ণ

অসাম্প্রদায়িকতা ও মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে গাউসিয়া কমিটি বাংলাদেশ

     

করোনাকালীন মুমূর্ষ রোগীকে জরুরী অক্সিজেন সরবরাহ কাজে নিয়োজিত গাউসিয়া কমিটি বাংলাদেশ উরকিরচর ইউনিয়ন শাখার স্বেচ্ছাসেবকদের ৪ আগস্ট বুধবার বিকালে অক্সিজেন সিলিন্ডার প্রদান করেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ১২ নং উরকিরচর ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ। অক্সিজেন সিলিন্ডার প্রদান অনুষ্ঠানে মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে এবং মুহাম্মদ ফরহাদ হোসেনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন উরকিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আব্দুল জব্বার সোহেল।

বিশেষ অতিথি ছিলেন উরকিরচর ইউনিয়ন আওয়ামীলীগের সহ সাধারণ সম্পাদক মুহাম্মদ আইয়ুব, ইউনিয়ন গাউসিয়া কমিটির সভাপতি মুহাম্মদ মফিজুল ইসলাম, সৈয়দ এরশাদুল হক মুন্না, মুহাম্মদ আমান উল্লাহ, উত্তর জেলা ছাত্রসেনার সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল রোমান, উপজেলা ছাত্রসেনার সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক এনামুল হক, সাংগঠনিক সম্পাদক কায়েস উদ্দীন, আবুল হাশেম মেম্বার, মৌলানা আলাউদ্দিন ক্বাদেরী, হায়দার শাহ, আব্দুল করিম, হাবিবুর রহমান, মুহাম্মদ হোসাইন ক্বাদেরী, তারেক হাসান, গোলাম কিবরিয়া, ছাত্রসেনার দায়িত্বশীল সাজ্জাদ হোসেন, মুহাম্মদ তারেক, মুহাম্মদ এহসান, মুহাম্মদ আশরাফুল, গোলাম জিলানী প্রমুখ।

এ সময় নেতৃবৃন্দ বলেন, করোনার ভয়ে সন্তান যখন পিতাকে হাসপাতালে রেখে পালিয়ে যাচ্ছিল, মাকে বনে ফেলে দিচ্ছিল তখন গাউসিয়া কমিটির সাহসী কর্মিরা করোনায় আক্রান্তদের লাশ দাফনের দায়িত্ব নিয়ে মানবতার চোখ খুলে দিয়েছে। গাউছিয়া কমিটি বাংলাদেশ তরিক্বত ভিত্তিক সংগঠন হওয়া সত্ত্বেও ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের পাশে দাঁড়িয়ে প্রকৃত অসাম্প্রদায়িকতার পরিচয় দিয়েছে। অসাম্প্রদায়িকতা, মানবতা আর জাতীয় দুর্যোগে নির্ভীক হয়ে দেশের জন্য লড়ে যাওয়ার কারণে গাউসিয়া কমিটি ইতিহাসের অংশ হয়ে থাকবে বলেও নেতৃবৃন্দ মন্তব্য করেন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply