২৫ এপ্রিল ২০২৪ / ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / দুপুর ২:০৬/ বৃহস্পতিবার
এপ্রিল ২৫, ২০২৪ ২:০৬ অপরাহ্ণ

নওগাঁ অ্যাসোসিয়েশন ইউকে’ উদ্যোগে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসা সামগ্রী হস্তান্তর

     

নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁ সদর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ‘নওগাঁ অ্যাসোসিয়েশন ইউকে’ সংগঠনের উদ্যোগে করোনা ভাইরাস মোকাবেলা চিকিৎসা সামগ্রী হস্তান্তর করা হয়েছে। বুধবার (৪ আগষ্ট) দুপুর আড়াইটার দিকে প্রধান অতিথি হিসেবে হস্তান্তর করেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন। এ সময় নওগাঁ সদর হাসপাতাল কর্তৃপক্ষের নিকট হাইফ্লো হিউমিডিফায়ার চারটি, অক্সিজেন
কনসেনট্রেটর চারটি, পালসার অক্সিমিটার চারটি, এন-৯৫ মাস্ক ১০০ পিস, ফেস শেলড ৫০ পিস হস্তান্তর করেন প্রধান অতিথি। এ সময় হাসপাতালের তত্তাবধায়ক (ভারপ্রাপ্ত) ডাঃ এ.বি.এম আবু হানিফ এর সভাপতিত্বে এক আলোচনা সভায় উপস্থিত ছিলেন নওগাঁ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আব্দুল বারী, নওগাঁ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নির্মল কৃষ্ণ সাহা, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, উপজেলা ভাইস চেয়ারম্যান ইলিয়াস রেজা তুহিন সহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতা কর্মী এবং সদর হাসপাতালের কর্মকর্তারা উপস্থিত ছিলেন । পরে সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দীন জলিল জন, সদর উপজেলা অডিটরিয়ামে সদর উপজেলার ৩১ কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা সমগ্রী অক্সিজেন কনসেনট্টেটর, হসপিটাল বেড, অক্সিজেন সিলিন্ডার ও অক্সিমিটার বিতরণ এবং ২২১ জন উপকার ভোগীদের মাঝে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আগাম প্রস্ততি হিসাবে গো-খাদ্য সহায়তা প্রদান করেছেন ।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply