২৪ এপ্রিল ২০২৪ / ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ১০:০৫/ বুধবার
এপ্রিল ২৪, ২০২৪ ১০:০৫ অপরাহ্ণ

তুরস্কে দাবানলের বিস্তৃতি বাড়ছে, নিহত বেড়ে ৮

     

তুরস্কের দক্ষিণাঞ্চলে শুরু হওয়া দাবানল ছড়িয়ে পড়ছে অন্য প্রদেশেও। নিয়ন্ত্রণের চেষ্টা হলেও বাতাসের গতিতে অন্য বনাঞ্চলেও লাগছে আগুন।

সোমবার তুরস্কের যোগাযোগ বিষয়ক পরিচালক ফখরুদ্দিন আলতুন এক টুইট বর্তায় জানিয়েছেন, বর্তমানে তুরস্কজুড়ে ৩৫টি প্রদেশে দাবানল ছড়িয়ে পড়েছে। মোট ১২৯টি বনাঞ্চলের আগুনের ঘটনায় নিয়ন্ত্রণে এসেছে ১২২টি।

এদিকে দাবানলে দক্ষিণ তুরস্কে নিহতের সংখ্যা বেড়ে আটজনে দাঁড়িয়েছে।

এর আগে তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী ফখরুদ্দিন কোজা এক টুইট বার্তায় বলেন, দাবানল শুরু হওয়া আনতালিয়া প্রদেশের মানাভগাতে দুর্যোগে আহত পাঁচ শ’ সাতজন হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন। এখনো ১০ ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অপরদিকে মুগলা প্রদেশের মারমারিস ও বোদরুমে দুই শ’ তিনজনের চিকিৎসা করা হয়েছে। এখনো চিকিৎসাধীন রয়েছেন ১৭ জন।সবটুকু জানতে ক্লিক করুন

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply