২৫ এপ্রিল ২০২৪ / ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / বিকাল ৪:১৪/ বৃহস্পতিবার
এপ্রিল ২৫, ২০২৪ ৪:১৪ অপরাহ্ণ

শোকাবহ আগস্ট’র প্রথম প্রহরে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের আলোর মিছিল

     

শোকাবহ ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদের স্মরণে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয়
কার্যনির্বাহী সংসদের সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু’র নির্দেশক্রমে আগস্ট’র প্রথম প্রহরে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগ সম্মেলন প্রস্তুতি কমিটি ২০২১’র উদ্যোগে আলোর মিছিল অদ্য ১ আগস্ট ১২.০১ মিনিটে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত হয়। আলোর মিছিল শেষে সংক্ষিপ্ত সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগ সম্মেলন প্রস্তুতি কমিটি ২০২১’র আপ্যায়ন উপ-পরিষদের আহ্ববায়ক মোঃ হেলাল উদ্দিন।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের পাট ও বন্ত্র বিষয়ক সম্পাদক আশীষ কুমার সিংহ। এসময় উপস্থিত ছিলেন সম্মেলন প্রস্তুতি কমিটির প্রচার ও প্রকাশনা উপ-পরিষদের আহ্ববায়ক  সুজিত দাশ, মঞ্চ ও সাজসজ্জা উপ- পরিষদের আহ্ববায়ক আব্দুর রশিদ লোকমান, স্মরণীকা উপ-পরিষদের যুগ্ম আহ্ববায়ক ওসমান গণি মানিক, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল আজিজ, হায়দার আলী, মঞ্জুর আলম, লুৎফুর রহমান কিরণ, সুমন কান্তি নাথ, মাহমুদুল হক আবু, মহিউদ্দীন আলী নুর, আসিবুল আলম, সাইফুল ইসলাম মামুন, ওমর ফারুক, মোঃ আরমান, ডাঃ উৎপল, সুজয়মান বড়ুয়া জিতু, শেখ ফরিদ, মফিজুর রহমান দুলাল, মাসুদ খান, গোলাম হোসেন সুমন, গৌতম হাজারী, আইয়ুব চৌধুরী, ইকবাল বাহার চৌধুরী, মোহাম্মদ ফয়সাল উদ্দিন, মোঃ নাজিম, সোহেল খান ফানা, মোঃ নয়ন, মোঃ শাহেদ নেওয়াজ, হায়াত উল্লাহ, ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মামুন, জুয়েল দত্ত প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টের কাল রাত্রীতে যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল তা ছিল ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড।জাতির জনক সহ পরিবারের সকল শহীদের হত্যাকারী পলাতক খুণীদের অবিলম্বে দেশে ফিরিয়ে এনে তাদের ফাঁসির রায় কার্যকর করার জোর দাবি জানান। আলোর মিছিল ও সংক্ষিপ্ত সভা শেষে চট্টগ্রাম প্রেসক্লাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply