১৯ এপ্রিল ২০২৪ / ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ১০:২৫/ শুক্রবার
এপ্রিল ১৯, ২০২৪ ১০:২৫ পূর্বাহ্ণ

তপন চক্রবর্তীর নাগরিক শোক সভা উৎযাপন কমিটির প্রস্তুতি

     

চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির রাজনীতিতে বীর মুক্তিযোদ্ধা শ্রী তপন চক্রবর্তীর মতো ত্যাগী নেতা আর হবে না। যার চিন্তায় চেতনায় ছিলো পল্লীবন্ধু এরশাদের আদর্শ বাস্তবায়ন করা। তৃণমূলের কর্মীরাই ছিলো তার কাছে নিরাপদ। কর্মীবান্ধব এই নেতার মৃত্যুতে যে শূন্যতা সৃষ্টি হলো তা কোনদিন পূরণ হবার নয়।

আজ ৩১ জুলাই বিকাল ৪ টায় চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির উদ্যোগে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা শ্রী তপন চক্রবর্তীর নাগরিক শোক সভা উৎযাপনের লক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় বক্তারা উপরোক্ত কথা বলেন। মহানগর জাতীয় পার্টির সহ-সভাপতি আনিসুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও কেন্দ্রীয় সদস্য নাছির উদ্দিন ছিদ্দিকীর পরিচালনায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নগর জাপা সহ-সভাপতি কামরুজ্জামান পল্টু, যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দীন জ্যাকি, জাহাঙ্গীর আলম চৌধুরী, নুরুল আজিজ সওদাগর, নগর শ্রমিক পার্টির সভাপতি জসিম উদ্দীন, সাধারণ সম্পাদক দিল মোহাম্মদ দিলু, নগর তরুণ পার্টির আহ্ববায়ক রেজাউল করিম রেজা, আহ্ববায়ক সদস্য সচিব তরিকুল ইসলাম তারেক, নগর ছাত্র সমাজের যুগ্ম আহ্ববায়ক মোঃ ফয়সাল, আবু সিদ্দিক প্রমুখ।

সভা শেষে আনিসুল ইসলাম চৌধুরীকে ও কামরুজ্জামান পল্টুকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট তপন চক্রবর্তীর নাগরিক শোক সভা উৎযাপন কমিটি গঠন করা হয়।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply