২৪ এপ্রিল ২০২৪ / ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / দুপুর ২:৩৯/ বুধবার
এপ্রিল ২৪, ২০২৪ ২:৩৯ অপরাহ্ণ

১২ কেজি এলপি গ্যাস সিলিন্ডারে বাড়ল ১০২ টাকা, নতুন দাম ৯৯৩ টাকা

     

দেশের বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ১২ কেজি সিলিন্ডারের নতুন দাম ঘোষণা করলো বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আগস্টে ১২ কেজি এলপি গ্যাসের দাম ৯৯৩ টাকা নির্ধারণ করা হয়েছে। এর ফলে চলতি মাসের চেয়ে সিলিন্ডার প্রতি ১০২ টাকা বাড়ানো হলো। যা জুলাই মাসে নির্ধারণ করা ছিল ৮৯১ টাকা।আজ বৃহস্পতিবার ভার্চুয়াল সংবাদ মাধ্যমে নতুন মূল্যহারের আদেশ দেন বিইআরসি চেয়ারম্যান আব্দুল জলিল। একইসঙ্গে লিটারে ৪ টাকা ৭১ পয়সা বেড়েছে যানবাহনে ব্যবহৃত এলপিজি বা অটোগ্যাসের দামও। আগামী রোববার (১ আগস্ট) থেকে কার্যকর হবে নতুন দাম।এছাড়া, উৎপাদন পর্যায়ে খরচের পরিবর্তন না হওয়ায় রাষ্ট্রায়ত্ত কোম্পানির এলপিজির দাম পরিবর্তন করা হয়নি। সরকারি সাড়ে ১২ কেজি এলপিজির দাম এপ্রিলে নির্ধারিত ৫৯১ টাকাই থাকছে।এলপিজি মূলত প্রপেন আর বিউটেন নামে দুটি উপাদানের মিশ্রণ, যা মধ্যপ্রাচ্য থেকে আমদানি করা হয় দেশে। প্রতি মাসে এলপিজির এ দুই উপাদানের মূল্য প্রকাশ করে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকো। তাদের নির্ধারিত চুক্তিমূল্য (সিপি) বা সৌদি সিপিকে ভিত্তি হিসেবে ধরে দেশে প্রতি মাসে এলপিজির দাম সমন্বয় করে আসছে বিইআরসি।সংবাদ সম্মেলনে বিইআরসির চেয়ারম্যান মো. আবদুল জলিল বলেন, যেহেতু আমদানি পর্যায়ের দামের সাথে দেশের বাজারে দাম সমন্বয় করা হয়েছে। এর বাইরে মুদ্রা মান আর মূসকের পরিবর্তন ছাড়া অন্য কিছু বিবেচনায় আনা হয়নি। জুলাই মাসের জন্য সৌদি আরামকো কর্তৃক প্রোপেন ও বিউটেনের ঘোষিত সৌদি সিপির গড় দাম প্রতি মেট্রিক টন ৬২০ ডলার অনুযায়ী প্রোপেন ও বিউটেনের মিশ্রণ অনুপাত ৩৫:৬৫ বিবেচনায় আগস্ট মাসের জন্য দাম নির্ধারণ করা হয়েছে।সবটুকু জানতে ক্লিক করুন

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply