১৯ এপ্রিল ২০২৪ / ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / দুপুর ১২:২৬/ শুক্রবার
এপ্রিল ১৯, ২০২৪ ১২:২৬ অপরাহ্ণ

ডবলমুরিং, কোতোয়ালি, পাঁচলাইশ ও পতেঙ্গা থানা পুলিশের ‘বডি ওর্ন ক্যামেরা’ চালু

     

এখন থেকে পুলিশ সদস্যরা দায়িত্ব পালনের সময় শরীরে ক্যামেরা চালু থাকবে।  আজ শনিবার নগরের ডবলমুরিং থানা–পুলিশ পরীক্ষামূলকভাবে এটি শুরু করে।এসব ক্যামেরা ভ্রাম্যমাণ সিসিটিভি ক্যামেরার কাজ করবে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (পশ্চিম) উপ কমিশনার মো. আবদুল ওয়ারীশ এই কার্যক্রমের উদ্বোধন করেন। তিনি বলেন, পাইলট প্রকল্পের আওতায় আপাতত সিএমপির চার বিভাগের চার থানায় এই কার্যক্রম শুরু হচ্ছে। এখন শুরু করা চার থানা হচ্ছে ডবলমুরিং, কোতোয়ালি, পাঁচলাইশ ও পতেঙ্গা।

পর্যায়ক্রমে ১৬ থানায় এই কার্যক্রম বাস্তবায়ন করা হবে। ‘বডি ওর্ন ক্যামেরা’ থাকলে দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যদের অগোচরে কিছু বাদ পড়লেও ক্যামেরায় রেকর্ড হওয়া তথ্য ও ছবি কাজ দেবে।

পুলিশ জানায়, এই ক্যামেরা অডিও, ভিডিও এবং ছবি তুলতে পারবে। জিপিএস প্রযুক্তির মাধ্যমে যেকোনো স্থানে বসেই সবকিছু তদারকি করা যাবে।
‘বডি ওর্ন ক্যামেরা’ চালু হওয়ায় তাঁদের কাজে গতিশীলতা বাড়বে বলে অনেকে ধারণা করছেে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply