২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৪:২৬/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ৪:২৬ পূর্বাহ্ণ

সাংবাদিক নাসিরুদ্দিন চৌধুরীর রোগমুক্তি কামনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত

     

স্বেচ্ছাসেবী সংগঠন প্রজন্ম চট্টগ্রাম’র প্রতিষ্ঠাকালীন অনুপ্রেরণাদানকারী উপদেষ্টা। চট্টগ্রামের মুক্তবুদ্ধি রাজনীতি ও সাংস্কৃতিক জগতের অন্যতম আইকন, দেশ বরেণ্য সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা নাসিরুদ্দিন চৌধুরী তাঁহার সহধর্মিনী, প্রজন্ম চট্টগ্রাম কেন্দ্রীয় সংসদের ভাইস চেয়ারম্যান, পুস্তক প্রকাশক রেহেনা চৌধুরীর রোগমুক্তি কামনা সহ মহামারি করোনাভাইরাস (কোভিড ১৯) প্রাদুর্ভাব থেকে সমগ্র মানবজাতি রক্ষা পেথে গত ১৬ জুলাই, শুক্রবার, চট্টগ্রাম বন্দর নগরীর ঐতিহ্যবাহী চন্দনপুরা জামে মসজিদে জুমার নামাজে বিশেষ মোনাজাতের মধ্যে দিয়ে ঐ দিন বাদে জুমা নাছিরাবাদস্থ আবু হুরায়রা (রাঃ) মাদ্রাসায় খতমে কোরআন পাঠে অংশ নেন হাফেজ মো. মিজানুর রহমান, হাফেজ মো. মফিজুর রহমান, হাফেজ মো. আরমান উদ্দিন, হাফেজ মো. শোয়াইব হোসাইন, হাফেজ মো. আশিকুর রহমান, হাফেজ মো. আবদুর রহিম ও হাফেজ মো. গিয়াস উদ্দিনসহ আরো অনেকে। পরে বাদে আছর ঐতিহ্যবাহী কদম মোবারক শাহী জামে মসজিদের পেশ ইমাম ও বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের আরবি শিক্ষক আলহাজ্ব মাওলানা মো. ইকরাম হোসাইনের পরিচালনায় এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে আগত মুসলীগণ, বিভিন্ন হাফেজগণ, এতিমখানার ছাত্রবৃন্দ ও মাদ্রাসার আলেমগণ উপস্থিত ছিলেন। মাহফিলের সার্বিক দায়িত্বে ছিলেন প্রজন্ম চট্টগ্রামের প্রধান নির্বাহী ও একুশ মেলা পরিষদের অন্যতম সংগঠক চৌধুরী জসীমুল হক। এই ব্যাপারে সহযোগিতায় ছিলেন নগর আওয়ামী লীগ নেতা বাবু দিপংকর চৌধুরী কাজল, দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা ব্যাংকার মাহবুবুল আলম শিবলী, দৈনিক পূর্বদেশের প্রধান নির্বাহী মো. জিয়াউল হক, চসিক কর্মকর্তা মো. জসীম উদ্দিন চৌধুরী ও প্রজন্ম চট্টগ্রামের সদস্যবৃন্দ।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply