২৯ মার্চ ২০২৪ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / রাত ৮:১৯/ শুক্রবার
মার্চ ২৯, ২০২৪ ৮:১৯ অপরাহ্ণ

বীর মুক্তিযোদ্ধা রেজাউল হক চৌধুরী মুশতাকের ইন্তেকালে ভূমিমন্ত্রীর শোক

     

জাতীর জনক শেখ মুজিবুর রহমানকে প্রথম লিখিত ভাবে বঙ্গবন্ধু উপাধির প্রবক্তা, চট্টগ্রাম সমিতি ঢাকার সাবেক সভাপতি, কে.এন. হারবার কনসোর্টিয়াম লিঃ এর চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা রেজাউল হক চৌধুরী মুশতাক (৭৭) গতকাল রাত ১২.৪৫ মিনিটের সময় ঢাকার ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। ১৫ জুলাই বৃহস্পতিবার বাদে মাগরিব গুলশান আজাদ মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে মিরপুর শহীদ বুদ্ধীজীবী কবরস্থানে রাষ্ট্রিয় মর্যাদায় দাফন করা হয়। মরহুমের ইন্তেকালে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, শিক্ষা উপমন্ত্রী ব্যারিষ্টার মুহিবুল হাসান
চৌধুরী নওফেল, সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী, সাবেক মন্ত্রী জিয়াউদ্দিন আহমেদ বাবলু, কে.এন. হারবার কনসোটিয়াম লিমিটেডের পরিচালক জুবায়ের হাসান চৌধুরী, চট্টগ্রাম সমিতি ঢাকার সভাপতি আব্দুল মোবারক, সাধারণ সম্পাদক আব্দুল মাবুদ, চান্দগাঁও আবাসিক কল্যাণ সমিতির সভাপতি এডভোকেট জিয়া উদ্দিন আহমেদ, সাবেক সহ-সভাপতি লায়ন আহসানুল করিম, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইসমাইল শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। উল্লেখ্য যে, জনাব রেজাউল হক চৌধুরী মুশতাক চান্দগাঁও আবাসিক কল্যাণ সমিতির সাবেক সফল সভাপতি ও কে.এন. হারবার কনসোর্টিয়াম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মরহুম আলহাজ্ব হাসান মাহমুদ চৌধুরীর ভগ্নিপতি। তিনি চট্টগ্রামের আনোয়ারা থানার ভিংরোল গ্রামের মিয়া বাড়ীতে জন্মগ্রহণকরেন।

শেয়ার করুনঃ

Leave a Reply