২৮ মার্চ ২০২৪ / ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / রাত ১০:০৫/ বৃহস্পতিবার
মার্চ ২৮, ২০২৪ ১০:০৫ অপরাহ্ণ

ভারতে বজ্রপাতে ৩৭ জনের মৃত্যু, এক জেলাতেই ১৪ জন

     

ভারতের উত্তর প্রদেশের বিভিন্ন জেলায় বজ্রপাতে নারী ও শিশুসহ ৩৭ জন নিহত হয়েছে। এর মধ্যে কেবল প্রয়াগরাজ জেলাতেই সর্বোচ্চ সংখ্যক ১৪ জনের মৃত্যু হয়েছে। রোববার রাজ্যের অনেক স্থানেই হওয়া বৃষ্টিতে গোসল করার সময় বজ্রপাতে তাদের মৃত্যু হয়। খবর এনডিটিভি রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রত্যেক নিহতের পরিবারকে ৫ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছেন।বজ্রপাতের এই ঘটনায় পশুসম্পদ ক্ষতিগ্রস্ত হওয়া ব্যক্তিদেরও আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছে রাজ্য সরকার।নিহতদের মধ্যে রাজ্যের গ্রামীণ অঞ্চলের বাসিন্দা। তাদের অধিকাংশই ছিলো নারী ও শিশু প্রয়াগরাজের ১৪ জন ছাড়াও নিহতদের মধ্যে ছিলেন কানপুর ৫ জন, ফতেহপুর জেলার ৫ জন, কৌশাম্বিতে ৪ জন, ফিরোজাবাদে ২ জন, উন্নাওতে ২ এবং বারেলিতে ২ জন। এছাড়াও হারদোই ও ঝাঁসিতে ১ জন করে মারা গেছে।সবটুকু জানতে ক্লিক করুন

শেয়ার করুনঃ

Leave a Reply