২৯ মার্চ ২০২৪ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / বিকাল ৩:৩৮/ শুক্রবার
মার্চ ২৯, ২০২৪ ৩:৩৮ অপরাহ্ণ

বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধনে-এম এ মতিন সবুজ বৃক্ষ দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে

     

 

সবুজ বৃক্ষ আবহাওয়ার ভারসাম্য রক্ষা করে পরিবেশকে সুস্থ রাখে সবুজ বৃক্ষ কেবল পরিবেশকে রক্ষা করে না, দেশের অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বৃক্ষের ফল মানুষের পুষ্টির অভাব পূরণ করে এবং তার কাঠ গৃহনির্মাণ, আসবাবপত্র তৈরি ইত্যাদি বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। অথচ প্রয়োজনের তুলনায় আমাদের দেশে বৃক্ষ এবং বনভূমির পরিমাণ নিতান্তই অপ্রতুল। অদ্য ১১ জুলাই রবিবার বিকালে নগরীর কর্ণফুলী শিকলবাহ এলাকায় আল-হাসনাইন মেমোরিয়াল ফাউন্ডেশনের বৃক্ষরোপণের কর্মসূচি উদ্বোধন করেন আঞ্জুমানে খোদ্দামুল মোসলেমীন কেন্দ্রীয় ট্রাস্টি বোর্ডের সদস্য জননেতা আলহাজ্ব মাওলানা এম এ মতিন। এসময় উপস্থিত ছিলেন আল-হাসনাইন মেমোরিয়াল ফাউন্ডেশনের উপদেষ্ঠা মাওলানা রেজাউল করিম তালুকদার, মহাসচিব আলমগীর ইসলাম বঈদী, নবীন ফাউন্ডেশনের চেয়ারম্যান বেলায়েত হোসেন, কর্ণফুলী যুবসেনার সভাপতি বশির আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এম এ করিম, মুহাম্মদ আসহাব উদ্দিন মুরাদ, কাজী মোঃ আরাফাত, মোঃ হারুন, নুরুল আবসার, মিজানুর রহমান, শফিউল করিম, আব্দুল আলিম, দৌলতুল ইসলাম, নাঈম উদ্দিন, আশেকুর রহমান, দেলোয়ার, মুন্না প্রমুখ।

শেয়ার করুনঃ

Leave a Reply