২৫ এপ্রিল ২০২৪ / ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৩:৩৮/ বৃহস্পতিবার
এপ্রিল ২৫, ২০২৪ ৩:৩৮ পূর্বাহ্ণ

বাগমারা এসিল্যান্ডের ভাবমূর্তি নষ্ট করতে শিক্ষকের অপকৌশল

     

মাজহারুল ইসলাম চপল, ব্যুরো চীফ

‘রাজশাহীর বাগমারা উপজেলায় কথিত শিক্ষককে মেরে হাত ভেঙেছে এসিল্যান্ড’ এমন গুজব ছড়িয়ে অপপ্রচার করেছে একটি মহল। এমন প্রচারের প্রেক্ষিতে অনুসন্ধানে নামে মিডিয়ার অনুসন্ধানী টিম। বেড়িয়ে আসে আসল ঘটনা। এসিল্যান্ডের লাঠির আঘাতে নয় বরং পালাতে গিয়ে পা পিছলে পড়ে হাত ভাঙ্গে ঐ শিক্ষকের। এমন তথ্য উঠে এসেছে অনুসন্ধানের প্রতিবেদনে। সরেজমিনে গিয়ে তথ্য অনুসন্ধানে জানা যায়, গত ১জুলাই দেশ জুড়ে কঠোর লকডাউন বাস্তবায়নে উর্ধ্বতনের নির্দেশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, বাগমারা থানার অফিসার ইনচার্জ সহ একটি টহল টিম নিয়ে বের হন। বিকালে উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এবং পরিদর্শন শেষে শিকদারী বাজারে পৌছান। এরপর পুলিশ হুইসেল (বাঁশি) দিলে লোকজন বিভিন্ন দিকে পালাতে থাকে। এক পর্যায়ে ঐ শিক্ষকের মুখে মাক্স না থাকায় তিনিও দৌড়ে পালিয়ে সালেহা ইমারত গার্লস স্কুলের দিকে দৌড় দেয়। দৌড়ের এক পর্যায়ে পাঁ পিছলে পড়ে যায়। এতে বেশ আঘাত পায় এবং পরে জানতে পারে তার হাতে ফ্যাকচার হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় কিছু স্বার্থান্বেষী মহল অসৎ উদ্দেশ্যে অসত্য তথ্য দিয়ে অপপ্রচার করে ফায়দা হাসিলের চেষ্টা করছে। বিষয়টি নিয়ে আব্দুল আজিজ শিক্ষা টিভির ভারচুয়াল মিটিং এ অভিযোগ করে বলেন,আমি ডায়বেটিস এর রোগী আমাকে ইনসুলিন নিয়ে চলতে হয়। আর দুই বার হাটঁতে হয়। তারই ধারাবাহিকতায় আমি ১ জুলাই বিকাল ৫ টা ৩০মিনিটের কিছু দুর হাঁটাহাঁটির পর বাড়ির কেচি গেটের সামনে দাঁড়িয়ে থাকি। তখন তিনি পুলিশের কাছ হতে লাঠি নিয়ে আমার হাতে বাড়ি মারলে আমার হাত ভেঙ্গে যায়।পরে চিকিৎসা নেবার জন্য ভবানীগঞ্জ বাজারে গিয়ে পরীক্ষা করে জানতে পারি হাতের হাড় ভেঙে গেছে। তবে শিক্ষা টিভির লাইভে এসে যে সাক্ষাৎকার দেন, তাতে কিছু উত্তর সবার মনে ঘোর পাক খাচ্ছে। শিক্ষক আজিজ বলেন, এসিল্যান্ড লাঠি হাতে তেড়ে আসেন, পরে কথা কাটাকাটির এক পর্যায়ে পুলিশের হাতে থাকা লাঠি কেড়ে নিয়ে শিক্ষক আজিজের হাতে বারি মারে বলে তিনি বলেন। আসলে ভূমি কমিশনার কখনো হাতে লাঠি নিয়ে জনসাধারণ কে তাড়া করেন না। তার মানে তিনি হয়তো মিথ্যা বলছেন। ঘটনার দিনে এসিল্যান্ড থানা পুলিশ সাথে নিয়ে লকডাউন নিষেধাক্কার তদারকি/ পরিদর্শন করছিলেন। তার হাতে লাঠি থাকার প্রশ্নই উঠে না। মিটিং এ তিনি আরো বলেন যে তিনি ২০ বছর ধরে শিক্ষকতা করেন অথচ সেই শিক্ষা প্রতিষ্ঠান ২০১৩ সাথে স্থাপিত। ২০ বছর ধরে চাকুরী করেন সেটা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। এ বিষয়ে জানতে চাইলে শিক্ষক আজিজ সাংবাদিকের সামনে কোন কথা বলতে রাজি হননি। সত্য ঘটনা জানতে, অনুসন্ধানে বের হয়ে আসে সত্য ঘটনা। কেউ হাতে বারি দিয়েছে এমন তথ্য কেউ মিডিয়াকর্মীর নিকট বলেনি। তবে কিছু প্রত্যক্ষ ব্যক্তি বলেন পুলিশের গাড়ি দেখে পালানোর সময় কথিত শিক্ষক আজিজ পড়ে গিয়ে হাতে আঘাত পেয়েছে। প্রত্যক্ষ দর্শীরা জানান, লকডাউনের প্রথম দিন শিকদারী বাজারে প্রশাসনের উপস্থিত টের পেয়ে জামায়াতে কৃত জনগন দিক বিদিক ছুটে পালাতে থাকে পরে জানতে পারলাম বির্তকিত কথিত শিক্ষক আব্দুল আজিজের হাত ভেঙ্গে গেছে। বাগমারা উপজেলা আওয়ামী লীগের পদধারি এক নেতা বলেন, ১লা জুলাই বৃহস্পতিবার আমার শিকদারী বাজারে আমার দোকানে বসে ছিলাম। আগে পুলিশের গাড়ি আসে এবং পরে এসিল্যান্ড এর গাড়ি আসে। এ সময় লোকজন দিকবিদিক ছোটাছুটি করতে থাকে।এরপর এসিল্যান্ড এসে আমার দোকানে ঢুকে আমাকে জিজ্ঞেস করে লকডাউনের সময় দোকান খুলে রেখেছেন কেনো ?আমি তখন বলি এটা আমার দোকান এটাই আমার বাসা। তখন তিনি চলে যান। এ ঘটনাকে মাষ্টারমাইন্ড করার জন্য একটি মহল সুপরিকল্পিত ভাবে ছড়িয়ে দিচ্ছে। তবে বাগমারা সচেতন মহল মনে করেন যে সামান্য একটি ঘটনা, এ বিষয়ে নিয়ে বাড়াবাড়ির কোন প্রশ্ন উঠে না। যা স্থানীয় প্রশাসনকে প্রশ্ন বৃদ্ধ করাই এই কথিত শিক্ষক ও তার সহযোগীদের মুল উদ্দেশ্য। কে এই আজিজ? জানতে চোখ রাখুন, অনুসন্ধান চলমান……. অনুসন্ধানের এক পর্যায়ে বাগমারা এসিল্যান্ডের দরবারে হাজির মিডিয়াকর্মীরা। বিষয়টি নিয়ে এসিল্যান্ড মাহমুদুল হাসানের নিকট জানতে চাইলে তিনি বলেন, যেখানে আমার পুলিশ ফোর্স সঙ্গে আছে সেখানে আমার হাতে লাঠি! এটা কি বিশ্বাসযোগ্য? আমার কাছে অপরাধ যোগ্য কোন কাজ হলে আমি আইনিভাবে জরিমানা বা দন্ড দিব এটাই স্বাভাবিক। তবে আমি এখানে আসার পর থেকে সাদা কালো অনেক উদ্দেশ্য বন্ধ করেছি। উন্নয়ন মূলক কাজ করছি। এটাই হয়তো কেউ মানতে পারছে না। আমাকে হটানোর জন্য একটি মহল কাজ করছে বলে আমার মনে হয়। শিক্ষকের হাত ভাঙ্গার বিষয়ে একটি কথা বলবো, সেটা হলো শিক্ষকের হাঁড় ভেঙেছে এক জায়গায়, যার প্রমান এক্সরে রিপোর্ট এবং ফিল্ম। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে একটি জায়গায় ভাঙ্গা। এখন প্রশ্ন হলো যদি লাঠির বারিতে ভাঙ্গে তাহলে ঐ জায়গায় কয়েকটি জায়গায় ভাঙ্গার কথা, অথচ একটি জায়গায় ভাঙ্গা। তাহলে স্পষ্ট যে তার হাত লাঠির আঘাতে নয়, পড়ে গিয়ে ভেঙ্গেছে। এ বিষয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অর্থোপেডিক্স ডাক্তার মুত্তালিব বলেন, কারো যখন ডাইবেটিকস হয় তখন অটোমটিক দেহের হাঁড় নরম বা কমজোরি হয়। আমি ঐ শিক্ষকের এক্সরে রিপোর্ট দেখেছি সেখানে একটি জায়গায় ভাঙ্গা। যদি লাঠির আঘাতে ভাঙ্গে তাহলে ঐ জায়গায় কুচি বা কয়েকটি জায়গায় ফ্যাকচার হওয়ার কথা। কিন্তু তা নয়। আমার মনে হচ্ছে পড়ে গিয়ে ভেঙ্গেছে। বিষয়টি নিয়ে সর্বশেষ বাগমারা থানার অফিসার ইনচার্জ মুস্তাক আহমেদের সাথে কথা বললে তিনি বলেন, আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম। এই ধরনের কোন ঘটনা ঘটেনি। সম্পর্ন মিথ্যা ও বানোয়াট।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply