২০ এপ্রিল ২০২৪ / ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সন্ধ্যা ৭:৫৯/ শনিবার
এপ্রিল ২০, ২০২৪ ৭:৫৯ অপরাহ্ণ

হচ্ছে না গুচ্ছ ভর্তি পরীক্ষা!

     

মহামারি করোনা রোধে দেশে চলমান রয়েছে কঠোর লকডাউন। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা হচ্ছে না বলে জানিয়েছেন গুচ্ছ ভর্তি পরীক্ষার সদস্য সচিব ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদ্দুজ্জামান ।

সোমবার (৫ জুলাই) মুঠোফোনে তিনি এ কথা জানান।

তিনি বলেন, গুচ্ছ পরীক্ষা নিয়ে আপাতত কোন সিদ্ধান্ত নেই আমাদের। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমরা কোন সিদ্ধান্তে যেতে পারছি না৷ খুব শীঘ্রই সবাইকে নিয়ে একটি অনলাইন মিটিং ডাকা হবে। তখন কোন সিদ্ধান্ত আসলে জানিয়ে দেওয়া হবে।

এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ছাদেকুল আরেফিন বলেন, আমরা অনলাইনে একটি মিটিং  ডাকবো এবং সকল সিদ্ধান্ত মিটিংয়ের ওপর ভিত্তি করেই নেওয়া হবে। তাছাড়া আমাদের প্রাথমিক আবেদন শেষ হয়েছে এবং সিলেকশন রেজাল্ট প্রক্রিয়াধীন রয়েছে।সবটুকু জানতে ক্লিক করুন

 

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply