২০ এপ্রিল ২০২৪ / ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ১:০৮/ শনিবার
এপ্রিল ২০, ২০২৪ ১:০৮ পূর্বাহ্ণ

লন্ডনের আত্মপ্রকাশ হলো এবিএম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশন ইউকে

     

চট্টগ্রামের অবিসংবাদিত নেতা মরহুম আলহাজ্ব এবিএম মহিউদ্দিন চৌধুরীর স্মৃতিকে ধরে রাখার প্রত্যয়ে মানবতার সেবার দৃঢ় সংকল্প নিয়ে লন্ডনে আত্মপ্রকাশ হলো “এবিএম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশন ইউকে”।

গত ২৮ শে জুন সোমবার সন্ধ্যা ৭ টায় পূর্ব লন্ডনের চিটাগাং সেন্টারে ব্যারিস্টার মনোয়ার হোসেনের সভাপতিত্বে এক বিশেষ সভায় জননেতা আলহাজ্ব এবিএম মহিউদ্দিন চৌধুরীর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন কমিউনিটি নেতা মোহাম্মদ ইসহাক, অভিজিৎ ধর বাপ্পি, মিজানুর রহমান, নূরুন্নবী আলীসহ অনেকে। সভায় সর্বসম্মতিক্রমে ব্যারিস্টার মনোয়ার হোসেনকে প্রেসিডেন্ট ও অভিজিৎ ধর বাপ্পীকে জেনারেল সেক্রেটারি নিবাচিত করে “এবিএম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশন ইউকে“ এর ১৩ সদস্য বিশিষ্ট নিন্মোক্ত কমিটি গঠিত হয়।

এতে উপদেষ্টা মন্ডলী আবদুল গাফফার চৌধুরী, ডঃ নুরুন নবী, সোলতান মাহমুদ শরীফ, সৈয়দ আবদুল মাবুদ, সৈয়দ সাজিদুর রহমান ফারুক ও কায়সার রশিদ। কার্যকরী কমিটি মধ্যে রয়েছেন প্রেসিডেন্ট ব্যারিষ্টার মনোয়ার হোসেন, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইসহাক, ভাইস প্রেসিডেন্ট শওকত মাহমুদ টিপ,ু জেনারেল সেক্রেটারি অভিজিৎ ধর বাপ্পী, জয়েন্ট সেক্রেটারি মিজানুর রহমান, প্রেস এন্ড পাবলিকেশন নুরুন্নবী আলী। সদস্যবৃন্দ রাজীব চক্রবর্তী, মোহাম্মদ আলমগীর, শহীদুল ইসলাম, ফারজানা খান, মোহাম্মদ নিজাম, মোহাম্মদ জাকারিয়া ও নাহিদুল ইসলাম টিংকু।

সভায় সর্ব সম্মতিক্রমে প্রথম প্রকল্প চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এস.এস.সি তে নির্বাচিত তিন বিভাগের তিনজন ¯্রষ্টে মেধাবী শিক্ষার্থীকে এবিএম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশন ইউকে বৃত্তি প্রদান সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৭ জুলাই, বুধবার সন্ধ্যা ৭.০০ টায় ফাউন্ডেশনের প্রথম সভা একই স্থানে করার সিদ্ধান্ত নেয়া হয়।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply