২৩ এপ্রিল ২০২৪ / ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৮:২৪/ মঙ্গলবার
এপ্রিল ২৩, ২০২৪ ৮:২৪ অপরাহ্ণ

“বেস্ট প্রেসিডেন্ট এওয়ার্ড” অর্জন করল রোটারি ক্লাব অব চিটাগাং সেন্ট্রাল

     

রোটারি ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের ২০২০-২১ রোটারি বছরের কার্যক্রম মূল্যায়ন পূর্বক রোটারি আন্তর্জাতিক জেলা ৩২৮২ বাংলাদেশ’র জেলা গভর্নর ড. এম বেলাল উদ্দীন আহমেদ পুরষ্কৃত করেছেন। নগরীর পাঁচ তারকা হোটেল র‌্যাডিসন বøু’তে আয়োজিত বাৎসরিক পুরষ্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও স¤প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন সাবেক রোটারি জেলা গভর্ণর শহীদ উদ্দীন চৌধুরী এবং প্রফেসর তৈয়ব চৌধুরী, ডিজি (২০২২-২৩) রোহেলা খান, ডিজি(২০২৩-২৪) প্রকৌশলী মতিউর রহমান, কনফারেন্স চেয়াম্যান আবু তৈয়বসহ অন্যান্য সিনিয়র রোটারিয়ান বৃন্দ উপস্থিতিতে পুরষ্কারগুলো ক্লাব সভাপতি রোটারিয়ান আবদুর রাজ্জাকের হাতে তুলে দেন জেলা গভর্নর ড. এম বেলাল উদ্দীন আহমেদ। ক্লাবের অর্জিত পুরষ্কার গুলোর মধ্যে রোটারি ডিস্ট্রিক্ট ৩২৮২ এর ১৬৮টি ক্লাব প্রেসিডেন্টদের (২০২০-২১) মধ্যে ১০জনকে বেস্ট প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়। এর মধ্যে চট্টগ্রামেরই ৩জনের মধ্যে রোটারিয়ান আব্দুর রাজ্জাক ১(এক)জন বেস্ট প্রেসিডেন্ট নির্বাচিত রয়েছেন। অর্জনগুলোর মধ্যে গ্রেড-১ প্রেসিডেন্ট, কোভিড-১৯ প্যান্ডামিকে অনুকরণীয় সেবা, বৃক্ষরোপন, ক্লাব সার্ভিস ও ডিস্ট্রিক্ট কনফারেন্সে অনন্য সাপোর্ট। বৈশি^ক এই মহামারির সময়ে রোটারিয়ান আবদুর রাজ্জাকের নেতৃত্বে সমাজ ও মানবিকতার সেবায় সক্রিয় ছিল রোটারি ক্লাব অব চিটাগাং সেন্ট্রাল। কঠিন পরিস্থিতিতে ক্লাব পরিচালনায় সহযোগিতা ও গুরুত্বপূর্ণ নির্দেশনার জন্য রোটারিয়ান রাজ্জাক অ্যাসিসট্যান্ট গভর্ণর, বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের ডিআইজি মোহাম্মদ মুসলিম, ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রোটারিয়ান মীর নাজমুল আহসান রবিন, ক্লাবের সকল অতীত সভাপতি, সচীব রোটারিয়ান শামসুন নাহার এবং সকল ক্লাব সদসদের নিকট কৃতজ্ঞতা জানান

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply