বাহারচরা ইউপি’তে ছাত্রসেনার বৃক্ষরোপন বৃক্ষ আমাদের জীবনের ছায়াশক্তিও বটে

মুহাম্মদ নিযাম উদ্দিন রিয়াদ বলেন, বৃক্ষ আমাদের পরম বন্ধু। খাদ্য থেকে স্বাস্থ্য সকল ক্ষেত্রেই বৃক্ষের উপযোগিতা অপরিসীম। কিন্তু একবিংশ শতাব্দীতে এসে সবুজ শ্যামল পৃথিবীর অস্তিত্ব আজ বিপন্ন। বিষাক্ত গ্যাসের কবলে পৃথিবীর বাতাস হয়ে উঠেছে ভারি এবং প্রাণীর জীবনকে করে তুলছে দুর্বিষহ। এ সুন্দর ভুবনকে রক্ষার জন্য প্রাণী জগতের অস্তিত্ব টিকিয়ে রাখতে সম্মিলিত ভাবে বৃক্ষরোপণ করতে হবে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা বাহারচরা ইউনিয়নে বৃক্ষরোপন ও বিরতণ কর্মসূচিতে সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত বক্তব্য রাখেন। বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা বাঁশখালী উপজেলা (উত্তর) ৪নং বাহারচরা ইউনিয়ন শাখার উদ্দ্যেগে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি ছাত্রনেতা এইচ এম নেজাম উদ্দিন রিয়াদ এর সভাপতিত্বে আজ শনিবার সকাল ১১ টায় ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্টিত হয়। সাধারন সম্পাদক কাজী মুহাম্মদ শাহেদের পরিচালনায় এসময় প্রধান অতিথি ছিলেন ইসলামী যুবসেনা বাঁশখালী উপজেলার প্রচার সম্পাদক খায়রুল বশর। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা বাঁশখালী উপজেলা (উত্তর) সহ-সাংগঠনিক ছাত্রনেতা মুহাম্মদ ইমতিয়াজ হোসাইন। বিশেষ বক্তা ছিলেন মুহাম্মদ তারেক আজিজ। বিশেষ অতিথি ছিলেন মুহাম্মাদ দিদারুল আলম মুহাম্মদ ইলিয়াস হোসাইন। নেতৃবৃন্দ মধ্যে আরও উপস্থিত ছিলেন, মুহাম্মদ মিজানুল হক, মুহাম্মদ আতাউল হক, মমুহাম্মদ মিনহাজুল আবেদীন, মুহাম্মাদ খোরশেদ, মুহম্মদ ফোরকান, মুহাম্মদ সাইফুল ইসলাম, মুহাম্মদ তামীম, মুহাম্মদ শাহেদ, মুহাম্মদ রাকিব, মুহাম্মদ মিজবাহ প্রমূখ। বক্তারা আরও বলেন, ভুবনের সৌন্দর্যের লিলাশক্তী নয়, বৃক্ষ আমাদের জীবনের ছায়াশক্তিও বটে। সুতরাং স্বাভাবিক শ্বাস-কার্যে সহায়তা করে তার অস্তিত্ব টিকিয়ে রাখতে বৃক্ষের ভূমিকা অপরিসীম। বৃক্ষ নিধন বন্ধ ও বৃক্ষ রক্ষায় ছাত্রসমাজকে ঐক্যবন্ধ ভুমিকা রাখার আহ্বান জানান।