২৯ মার্চ ২০২৪ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / সকাল ১০:৫৯/ শুক্রবার
মার্চ ২৯, ২০২৪ ১০:৫৯ পূর্বাহ্ণ

মাতামুহুরী নদীর পতিপথ পরিবর্তনের দাবীতে রাজপথে লামাবাসী

     

মো: ফরিদ উদ্দিন,লামা
বান্দরবান জেলার লামা উপজেলা-পৌর শহরকে বন্যামুক্ত করতে মাতামুহুরী নদীর পতিপথ পরিবর্তনের দাবীতে সোমবার সকাল থেকে বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যাগে মানববন্ধনোত্তর প্রধান মন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান কর্মসূচী পালিত হচ্ছে। সকাল ১০ টা থেকে উপজেলা পরিষদের সম্মুখে লামা নাগরিক ফোরাম, লামা বাজার ব্যবসায়ী সমিতি লি: ও সচেতন যুব সমাজের ব্যানারে শত শত মানুষ তাদের দীর্ঘ দিনের প্রাণের দাবী ‘মাতামুহুরী নদীর গতিপথ পরিবর্তন’ করে লামাবাসীর জান-মাল রক্ষা করার কথা তুলে ধরবে। কর্মসূচীতে সর্বস্তরের মানুষ অংশ নিচ্ছেন।
নানানভাবে পরিবেশ দূষনের ফলে মাতামুহুরী নদীর নাব্যতা হারিয়ে যায়ার পাশাপাশি দু:খিয়া-সুখিয়া পাহাড়ে বাদাগ্রস্থ হয়ে পড়ে। এর ফলে বর্ষাকালে দু’তীরে বসবাসকারীদের তলিয়ে দেয়াসহ গ্রাস করে নিচ্ছে ভুসম্পদ ও স্থাপনা সমুহ। প্রতি বছর বর্ষা মৌসুমে লামা পৌরশহরসহ, ব্যাপক এলাকা তলিয়ে জান-মালের ক্ষতি হয়ে শত শত পরিবার ও ব্যবসায়ীরা নি:স্ব হয়ে যায়। এই অবস্থা থেকে মুক্তি পেতে সাধারণ মানুষ দেশের সরকার প্রধানের মনযোগ আকর্ষণ করতে রাজপথে নেমেছে আজ।

শেয়ার করুনঃ

Leave a Reply