১৬ এপ্রিল ২০২৪ / ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৯:৩৮/ মঙ্গলবার
এপ্রিল ১৬, ২০২৪ ৯:৩৮ অপরাহ্ণ

বজ্রপাতে আসাম রাজ্যে একসঙ্গে প্রাণ গেলো ১৮ হাতির

     

 ভারতের আসাম রাজ্যে একসঙ্গে ১৮টি হাতির মৃত্যু হয়েছে।স্থানীয় বন কর্মকর্তারা প্রাথমিকভাবে ধারণা করছেন বজ্রপাতের কারণে প্রাণীগুলোর মৃত্যু হয়েছে। গত বুধবার ১২ মে রাজ্যের নওগাঁ জেলার কাথিয়াটোলি রেঞ্জে এ ঘটনা ঘটে। ভারতীয় গণমাধ্যমগুলোর বরাতে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, ওইদিন রাতে একটি ছোট টিলার পাশে ১৮টি হাতির মরদেহ পড়ে থাকতে দেখা যায়। তখন ওই এলাকায় ব্যাপক বজ্রপাত হচ্ছিলো।

জঙ্গলের অনেক গভীরে হওয়ায় সেখানে পৌঁছাতে বনকর্মীদের যথেষ্ট বেগ পেতে হয়েছে। দুটো দলে বিভক্ত ছিল হাতিগুলো। তাদের মধ্যে ১৪টি হাতি মৃত অবস্থায় পাহাড়ের ওপর পড়ে ছিল। বাকি চারটির মৃতদেহ পাওয়া গেছে পাহাড়ের নিচের অংশে।

 

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply