১৯ এপ্রিল ২০২৪ / ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৮:৩৪/ শুক্রবার
এপ্রিল ১৯, ২০২৪ ৮:৩৪ পূর্বাহ্ণ

সাতকানিয়ায় ৩ প্রতারক গ্রেপ্তার

     

সাতকানিয়ায় কোটি টাকা মুল্যে দেখিয়ে ভুয়া তামার ধাতব সামগ্রী ক্রয়-বিক্রয়ের সময় ৩ প্রতারককে হাতে নাতে গ্রেপ্তার করেছে সাতকানিয়া থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ধাতব তামার তৈরী ১টি বোতল, ১টি ডিজিটাল লকার ও নগদ ৫ লাখ টাকা উদ্ধার করা হয়। থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলো,পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের ৫ নং ওয়ার্ড সুবেদার বাড়ির মৃত হাজি ফজল আহমদের ছেলে খোরশেদ আলম (৩৮) আনোয়ারা উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড রফিক আহদের ছেলে মোহাম্মদ উল্লাহ(৩৫) ও বিক্রেতা সাতকানিয়া পৌরসভার ১ নং ওয়ার্ড রামপুর এলাকার মৃত আব্দুল মোতালেবের ছেলে মোহাম্মদ নুরুল আমিন(৪৫)।

২৯ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেরানীহাট রয়েল রিসোর্টের সামনে থেকে তাদের গ্রেপ্তার নগদ টাকা, ধাতব তামার বোতল ও ডিজিটাল লকার উদ্ধার করা হয়। এ বিষয়ে থানায় মামলা দায়েরের পর শুক্রবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হবে। পুলিশ জানায় ২৯ এপ্রিল বৃহস্পতিবার বিকালে উপজেলার কেরানীহাট রয়েল রিসোর্ট এলাকায় একটি প্রতারক চক্র ভুয়া তামার তৈরী ধাতব সামগ্রী ক্রয়-বিক্রয়ের নামে প্রতারনা করছে মর্মে সংবাদ পেয়ে সাতকানিয়া থানার ওসি আনোয়ার হোসেন, পরিদর্শক (তদন্ত) সুজন কুমার দে ও সেকেন্ড অফিসার শেখ সাইফুল আলমের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে তিন প্রতারককে গ্রেপ্তার,লকার,ধাতব সামগ্রী ও নগদ টাকা উদ্ধার করে থানায় নিয়ে যায়। সাতকানিয়া থানার ওসি আনোয়ার হোসেন বলেন, গ্রেপ্তারকৃতরা একটি পেশাদার প্রতারক চক্র। তারা অমূল্য তামার ধাতব পদার্থ ক্রয়-বিক্রয়ের নামে মানুষের সাথে প্রতারনা করে আসছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। তাদের আজ(শুক্রবার) সকালে আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply