২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / ভোর ৫:০৯/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ৫:০৯ পূর্বাহ্ণ

করোনা মুক্ত হলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, ছাড়া পেলেন এইমস থেকে

     

করোনা মুক্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। দিল্লির এইমসে চিকিৎসাধীন ছিলেন তিনি। গত ১৯ এপ্রিল তিনি করোনা পজিটিভ হন। করোনা আক্রান্ত হওয়ার আগে তিনি ভ্যাকসিনের দুটি ডোজই নিয়েছিলেন। এরপর কোভিড রিপোর্ট পজিটিভ আসার পর তাঁকে অনতিবলম্বে এইমসে ভর্তি করা হয়।প্রাক্তন প্রধানমন্ত্রী হাসপাতালে ভর্তির পর তাঁর কোনও জ্বর বা উপসর্গ ছিল না। কিন্তু অশীতিপর মনমোহন সিংয়ের ক্ষেত্রে কোনও ঝুঁকি নেওয়া হয়নি। তাঁকে চটজলদি ভর্তি করা হয় এইমসে। তার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে করোনা পরিস্থিতিতে কিছু পরামর্শ দিয়েছিলেন তিনি।

তারপরই প্রাক্তন প্রধানমন্ত্রী নিজে করোনা আক্রান্ত হন। আগামী সতর্কতা অবলম্বন করাতেই মাত্র ১০ দিনে করোনা সক্রমণ মুক্ত হলেন তিনি। এখানে উল্লেখ্য, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৭৯ হাজার ২৫৭ জন। একদিনে মৃত্যু হয়েছে ৩৬৪৫ জনের। যা এখন পর্যন্ত সর্বাধিক।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply