২৯ মার্চ ২০২৪ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / সকাল ১১:৩৬/ শুক্রবার
মার্চ ২৯, ২০২৪ ১১:৩৬ পূর্বাহ্ণ

অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব

     

রাউজান পশ্চিম ডাবুয়া নব দিগন্ত ক্লাবের উদ্যোগে পবিত্র রমজানে মাসব্যাপী ইসলামী মাসআলা-মাসায়েল প্রশিক্ষণ কর্মসূচির পাশাপাশি ২৩ এপ্রিল বিকালে বৈশ্বিক মহামারী
করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের প্রভাবে কর্মহীন হয়ে পড়া নি¤œ ও মধ্যবিত্ত পরিবারের মাঝে মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী ঘরে ঘরে পৌঁছে দেন নব-দিগন্ত ক্লাবের
কর্মকর্তাবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন মাওলানা আবুল বশর মাইজভান্ডারী, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, ক্লাবের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট সংগঠক এম মনচুর আলম (জিহান),
রাজনীতিক মোরশেদুল হক চৌধুরী, ক্লাবের সাবেক সভাপতি মোঃ জাকির হোসেন, সাবেক সাধারন সম্পাদক এম গিয়াসউদ্দিন, ক্লাবের সভাপতি মাষ্টার শফিউল বশর (মামুন), সাধারণ
সম্পাদক মাওলানা আলাউদ্দিন (বাবার), হাফেজ মোঃ শাহাদাত হোসেন, মোহাম্মদ আকিব সহ অত্র ক্লাবের কর্মকর্তাবৃন্দ। বক্তারা বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের
নৈতিক দায়িত্ব। ইতোপূর্বে কয়েক ধাপে এলাকার অসহায় পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী রাউজান ডাবুয়া নব দিগন্ত ক্লাবের পক্ষ থেকে দেওয়া হয়। করোনায় অসহায় মানুষের পাশে দাড়াতে এ ক্লাব মানবতার সেবক হয়ে কাজ করে যাচ্ছে। পর্যাক্রমে আমাদের কর্মকান্ড আরো বৃদ্ধি করা হবে। বক্তারা আরো বলেন, একজন মানুষকে আদর্শবান ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলার জন্য মূখ্য ভূমিকা পালন করে সামাজিক সংগঠন। একটি সমাজসেবী সংগঠন সুন্দর সমাজ ও রাষ্ট্র বিনির্মানে কাজ করে। নব- দিগন্ত ক্লাব তার উজ্জল দৃষ্টান্ত। ইফতার সামগ্রী বিতরণ শেষে দেশে ও প্রবাসে থাকা ক্লাবের সাবেক-বর্তমান নেতৃবৃন্দের দীর্ঘায়ু ও বৈশি^ক মহামারী করোনা থেকে পরিত্রাণ কামনায় মুনাজাতের পরিচালনা করেন মাওলানা আবুল বশর মাইজভান্ডারী।

শেয়ার করুনঃ

Leave a Reply