আনোয়ারায় আওয়ামী লীগ নেতা ব্যাংকার আজিজুর রহমানের ত্রাণ বিতরন


আনোয়ারা প্রতিনিধি
জানা গেছে, ত্রাণের মধ্যে চনা, চিনি, তৈল,চিড়া,অলু, পিয়াছ রয়েছে। গত ৭ বছর ধরে নিয়মিত রমজানে ও লকডাউনের সময় তিনি এই ত্রাণ সামগ্রি বিলি করে আসছেন। ব্যাংকার আলহাজ্ব আজিজুর রহমান আমাদের প্রতিনিধিকে বলেন, আরো ১০০০জনের মধ্যে তিনি ত্রাণ বিলি করার কর্মসুচী হাতে নিয়েছেন।