২৯ মার্চ ২০২৪ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / রাত ২:৩০/ শুক্রবার
মার্চ ২৯, ২০২৪ ২:৩০ পূর্বাহ্ণ

ইমরানকে মোদির চিঠি

     

  পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের উদ্দেশ্যে চিঠি পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুই দেশের চলমান উত্তেজনার মধ্যেই এই চিঠি যেন সম্পর্ক স্বাভাবিকের প্রচেষ্টার বেশ কিছু ইঙ্গিত দিচ্ছে।

কিছুদিন আগে করোনায় আক্রান্ত পাক প্রধানমন্ত্রীর আরোগ্য কামনা করে টুইট করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার সম্পর্ক উন্নয়নের প্রত্যাশা জানিয়েই ইমরানকে চিঠি পাঠিয়েছেন মোদি বলে জানিয়েছে এনডিটিভি।

জানা যায়, মঙ্গলবার ২৩ মার্চ পাকিস্তানের জাতীয় দিবসে শুভেচ্ছা জানিয়েছেন মোদি। সেই শুভেচ্ছার অংশ হিসেবেই ইমরানকে চিঠি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। চিঠিতে মোদি লিখেছেন, প্রতিবেশী দেশ হিসেবে ভারত পাকিস্তানের বাসিন্দাদের সঙ্গে ভাল সম্পর্ক চায়। সেজন্য সন্ত্রাস ও বিরোধিতামুক্ত পরিবেশ প্রয়োজন।

এর আগে মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনেও ভারত-পাকিস্তানের সম্পর্ক স্বাভাবিকের ইঙ্গিত দেওয়া হয়েছে। দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের বিরোধ মেটানোর প্রচেষ্টা চালাচ্ছে সংযুক্ত আরব আমিরাত।

তবে ভারতীয় সরকারি কর্মকর্তাদের বরাতে এনডিটিভি বলছে, এটি নতুন কিছু নয়। প্রতিবছরই পাকিস্তানের জাতীয় দিবসে শুভেচ্ছা জানানোর অংশ হিসেবে চিঠি পাঠানো হয়।

শেয়ার করুনঃ

Leave a Reply