২৯ মার্চ ২০২৪ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / রাত ৪:২০/ শুক্রবার
মার্চ ২৯, ২০২৪ ৪:২০ পূর্বাহ্ণ

আল্লামা কাদেরী সুন্নিয়তের তরণী বয়ে গেছেন আজীবন

     

দেশের শীর্ষস্থানীয় সুন্নি আকাবেরদের অন্যতম আল্লামা কাদেরী (রহ.)। নীরবে সুন্নিয়তের খেদমত করে গেছেন। শুধু একদিকে নয়, বহুদিকে। নিজের ভাঙ্গা ঘর নির্মাণের চেয়েও অধিক প্রিয় ছিল মোস্তফার গোলামীতে মসজিদ-মাদ্রাসা-খানাকাহ নির্মাণ করা। অসংখ্য মাদরাসা ও জনসেবামূলক প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। শতাধিক বিষয়ভিত্তিক কিতাব লিখেছেন। যুগের শ্রেষ্ঠ বহু আলেম তুলেছেন। নীরব নাবিক হয়ে সুন্নিয়তের তরণী বয়ে গেছেন আজীবন। আঞ্জুমানে কাদেরীয়া চিশ্তীয়া আজিজিয়া বাংলাদেশের উদ্যোগে গত ৭-৮ মার্চ রবিবার ও সোমবার হাটহাজারী ছিপাতলী গাউসিয়া আজিজিয়া দরবার শরীফে ২দিন ব্যাপী পেশোয়ায়ে আহলে সুন্নাত, আল্লামা শাহসূফী মুহাম্মদ আজিজুল হক আল-কাদেরীর (রহ.) এর ২য় বার্ষিক ওরশে কাদেরী মাহফিলে বক্তারা এ কথা বলেন। আজিজিয়া কাজেমী কমপ্লেক্স ট্রাস্ট বাংলাদেশের চেয়ারম্যান হুজুরের বড় শাহজাদা প্রফেসর ড. আবুল ফাতাহ মুহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে শুভেচ্ছা বক্তব্য রাখেন শাহজাদা অধ্যক্ষ আল্লামা আবুল ফছিহ্ মোহাম্মদ আলাউদ্দিন। বক্তব্য রাখেন জামেয়া আহমদিয়া সুন্নীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ অছিউর রহমান আল কাদেরী, আল্লামা মুফতি সেলাইমান আনছারী, ইমাম শেরে বাংলা (রহ.) বড় শাহজাদা মাওলানা মুহাম্মদ আমিনুল হক আল কাদেরী, শাহজাদা বদরুল হক আল কাদেরী, মাইজভাÐার দরবার শরীফের সাজ্জাদানশীন আলহাজ্ব সৈয়দ শাহাদাত উদ্দিন আল হাছানি, মোজাম্মেল হক ফরহাদাবাদী, মাওলানা আবুল কাশেম নুরী, মাওলানা ইদ্রিস আনছারী, উপাধ্যক্ষ মাওলানা আবদুল অদুদ, মাওলানা আব্দুল মোস্তফা রহীম আজহারী, মাওলানা শহিদুল হক হোসাইনী। মোহাম্মদ হারুন আজিজি দুলালের পরিচালনায় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলার চেয়ারম্যান এস.এম. রাশেদুল আলম, ছিপাতলী ইউ পি চেয়ারম্যান নুরুল আহসান লাভু, মাহমুদ সালাউদ্দিন রাসেল চৌধুরী সেলু, মোহাম্মদ আলী চৌধুরী, নুরুল ইসলাম, ওয়াসিম আকরাম, আনজুমানে কাদেরীয়া চিশতিয়া আজিজিয়া চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি মোখতার হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী রাসেল, মহানগর উত্তরের সভাপতি হাজী মালেক, সাধারণ সম্পাদক গোলাম শরীফ, নাসির, ওসমান, লিটন, রাহাত, তুষার, জাবেদ প্রমূখ।

শেয়ার করুনঃ

Leave a Reply