১৯ এপ্রিল ২০২৪ / ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৬:৪৯/ শুক্রবার
এপ্রিল ১৯, ২০২৪ ৬:৪৯ পূর্বাহ্ণ

সাপ্তাহিক নিউজ চাটগাঁ পত্রিকার ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

     

করোনা মহামারীতে সঠিক তথ্য তুলে ধরে গণমাধ্যমে কর্মীরা মানুষের কল্যাণে কাজ করে গেছে : হাসিনা মহিউদ্দিন
 সাপ্তাহিক নিউজ চাটগাঁ পরিবার ও পাঠক ফোরামের উদ্যোগে গত ৫ মার্চ পত্রিকার ৬ষ্ঠ বর্ষপূতি ও ৭ম বর্ষে পদার্পণ অনুষ্ঠান পুরাতন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পার্কিং মাঠে নিউজ চাটগাঁ পত্রিকার পরিচালক বীর মুক্তিযোদ্ধা তপন চক্রবর্ত্তী’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। চীফ রির্পোটার অভিষেক চৌধুরী’র সঞ্চালনায় উদ্ধোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মিসেস হাসিনা মহিউদ্দিন। নিউজ চাটগাঁ পত্রিকার সম্পাদক হারাধন চৌধুরী’র শুভেচ্ছা বক্তব্যের মধ্যে দিয়ে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন ডেপুটি এর্টনি জেনারেল এড. মোহাম্মদ আবুল হাশেম।
বিশেষ আলোচকের বক্তব্য রাখেন পত্রিকার উপদেষ্টা সম্পাদক সাজেদুল আলম চৌধুরী মিল্টন। বিশেষ বক্তার বক্তব্য রাখেন দৈনিক সমকালের ডিজিএম সুজিত কুমার দাশ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক চন্দন ধর, পোর্টসিটি ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ড. রাজীব চক্রবর্ত্তী’,  সংরক্ষিত মহিলা কাউন্সিলর রুমকি সেনগুপ্ত, সম্মানিত অতিথি হিসেবে পত্রিকার পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন সহ সম্পাদক আন্না ভট্টাচার্য্য, কক্সবাজার ব্যুরো প্রধান দীপক দাশ, যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের যুব প্রধান ইসমাইল হক চৌধুরী ফয়সাল।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পত্রিকার রির্পোটার সাংবাদিক দীপঙ্কর দাশগুপ্ত, উজ্জল চক্রবর্ত্তী, লামা প্রতিনিধি বিপ্লব দাশ, জৌতি মল্লিক বাবুসহ অন্যান্য সাংবাদিক বৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে হাসিনা মহিউদ্দিন বলেন, করোনা মহামারীতে সঠিক তথ্য তুলে ধরে গণমাধ্যম কর্মীরা মানুষের কল্যাণে কাজ করে গেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদ পত্রের স্বাধীনতা বিশ্বাস করে। চট্টগ্রাম শহরে পত্রিকা হিসেবে নিউজ চাটগাঁ পত্রিকা সমাজের অবহেলিত জন সাধারণের কথা বলতে মুখপাত্র হিসেবে কাজ করছে। এ পত্রিকাটি আগামীতে সংবাদ ক্ষেত্রে গণমানুষের কথা তুলে ধরে উজ্জল দৃষ্টান্ত রাখবে বলে আমি প্রত্যাশা করি।

এছাড়া বর্ষপূতি অনুষ্ঠান উপলক্ষে ছোটদের চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগীতা, বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প, ৭ম বর্ষকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য র‌্যালি এবং টিভি ও বেতার শিল্পীদের পরিবেশানায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বার্তা প্রেরক

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply