১৯ এপ্রিল ২০২৪ / ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / বিকাল ৩:৪৫/ শুক্রবার
এপ্রিল ১৯, ২০২৪ ৩:৪৫ অপরাহ্ণ

দেশের অন্যতম আলোকিত ব্যাক্তিত্ব মোঃ সাইফুল আলম মাসুদ

     

                                       এক নজরে মোঃ সাইফুল আলম মাসুদ

২০১০-১২ মেয়াদে চট্টগ্রাম সমিতির উপদেষ্টা পরিষদের সদস্য আলহাজ্ব মোহাম্মদ সাইফুল আলম মাসুদের জন্ম চট্টগ্রামের পটিয়া পৌরসভায় ১৯৬০ সালের ১২ জানুয়ারী। বাবা- মোহেরুল আনোয়ার, মা- চেমন আর বেগম।

শিক্ষা: বিজ্ঞানে স্নাতক

পেশা: ব্যবসা। শিল্প উদ্যেক্তা ও পরিবহন ব্যবসায়ী। চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর, এস আলম গ্রুপ অব ইণ্ড্রাস্ট্রিজ। চেয়ারম্যান- ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লি. । পরিচালক- আল আরাফাহ ইসলামী ব্যাংক লি. , ওমান-বাংলাদেশ লিজিং কোম্পানি লি. , লিলায়েন্স সিকিউরিটিজ লি. , এস আলম ভেজিটেবল অয়েল লি. , এস অলম সুপার এডিয়েবল লি.। ব্যবস্থাপনা পরিচালক এস আলম স্টিল মিল লি. , এস আলম সিমেন্ট লি. , এস আলম ব্রার্দাস লি. , এস আলম হ্যাচারি লি. , এস আলম ট্রেডিং কোম্পানি লি. , এস আলম ব্যাগ ম্যানুফেকচারিং লি. , এস আলম লাক্সারী চেয়ারকোচ লি. , এস আলম সয়াসিড এক্সপ্লান্ট লি. , এস আলম রিফাইন সুগার ইন্ডাষ্ট্রিজ লি. , এস আলম কোল্ড রোল স্টিলস লি. , এস আলম প্রপার্টিজ লি. , র্পোমেন সিমেন্ট লি. , স্বত্বাধিকারী- এস আলম এণ্ড কোম্পানী , সোনালী ওভারসিজ কর্পোরেশন।

 চট্টগ্রাম সমিতির সাথে সর্ম্পক : সমিতির অন্যতম দাতা সদস্য। সমিতি ভবনে একটি লিফট সংযোজনে অর্থায়ন করেন।কয়েক মেয়াদে উপদেষ্টা পরিষদের সদস্য।

পরিবার: ১৯৯০ সালে চট্টগ্রামের মেহেদীবাগস্থ (আদিনিবাস গোসাইলডাঙ্গা) শহিদ মীর্যা লেনের সেকান্দর মিঞার প্রথমা কন্যা ফারজানা বেগম পপির সাথে পরিণয়সূত্রে আবদ্ধ। এ দম্পতির ১ পুত্র ও ৩ কন্যা।সুত্র শতবর্ষে চট্টগ্রাম

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply