২৪ এপ্রিল ২০২৪ / ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৬:১৫/ বুধবার
এপ্রিল ২৪, ২০২৪ ৬:১৫ পূর্বাহ্ণ

বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতির সাথে অবিচ্ছিন্নভাবে মিশে আছে ভাষা আন্দোলন

     

ভুজপুর নারায়ণহাট আল হাসানাইন মডেল মাদরাসার ব্যবস্থাপনায় মাদরাসার হল রুমে ২১ ফেব্রæয়ারি সকালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ শাহরিয়াদ ছিদ্দিকীর সভাপতিত্বে এবং পরিচালক মাওলানা আবদুস সামাদেও সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় যুগ্ম সচিব মোঃ শওকত আকবর। উদ্বোধনী বক্তব্য রাখেন আল হাসানাইন মডেল মাদরাসার উপদেষ্টা মুহাম্মদ হোসেন চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদরাসার উপদেষ্টা মুহাম্মদ আবদুল জব্বার, ফটিকছড়ি ডিগ্রী কলেজের প্রভাষক মোহাম্মদ দিদারুল আলম, ব্যবসায়ী মোহাম্মদ নুরুল আলম, আল হাসানাইন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মিনহাজ উদ্দিন সিদ্দিকী, পরিচালক মুহাম্মদ সেলিম আরমান, মাষ্টার মুহাম্মদ জাহেদুল ইসলাম, মুহাম্মদ নাঈম উদ্দিন, মাদরাসার অধ্যক্ষ মাওলানা শাহাআলম কাদেরী, মুহাম্মদ শিপন, মাওলানা মুহাম্মদ মির্জা, জমিদারপাড়া বসুন্ধরা যুব সংগঠন সাবেক সিনিয়র সভাপতি মুহাম্মদ মুক্তার হোসেন, সাধারণ সম্পাদক মুহাম্মদ নিয়াজুল নাঈম, ফটিকছড়ি বøাড ডোনার্সের এডমিন মুহাম্মদ আতিকুর রহমান, সহকারী শিক্ষক মাওলানা জাহাঙ্গীর আলম, সহকারী শিক্ষিকা শাহেনা আক্তার, হাসিনা আক্তার, মুন্নী আকতার প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, ‘একুশ’ এখন সার্বজনীন, ‘একুশ’ এখন পুরো বিশ্বের। ‘একুশ’ এখন বিশ্বের মানুষের কাছে সংগ্রাম ও মর্যাদার প্রতীক। ‘একুশ’ আমাদের প্রেরণা, ‘একুশ’ আমাদের শিক্ষা দেয় অন্যায়ের কাছে মাথা নত না করার। বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতির সাথে অবিচ্ছিন্নভাবে মিশে আছে ভাষা আন্দোলন এবং ‘একুশে ফেব্রæয়ারি’ দিনটি।

 

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply