২৫ এপ্রিল ২০২৪ / ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ১২:১২/ বৃহস্পতিবার
এপ্রিল ২৫, ২০২৪ ১২:১২ পূর্বাহ্ণ

৫২’র আন্দোলন ছিল স্বাধীনতার আন্দোলনের সূচনা ও নিজের অধিকার আন্দোলনের সংগ্রাম

     

রাউজানের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন উত্তর সর্তা জাগরণী ক্লাবের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে পুষ্প অর্পন, আলোচনা সভা ও সংগঠনের অভিষেক অনুষ্ঠান ২১ ফেব্রুয়ারি সকালে জাগরণী ক্লাবের সভাপতি মাস্টার মোহাম্মদ আলীর সভাপতিত্বে এবং দপ্তর সম্পাদক ইব্রাহীম তছলিমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উত্তর সর্তা দরগাহ্ উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি লায়ন মোহাম্মদ আলী। প্রধান বক্তা এবং শপথবাক্য পাঠ করান ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সরওয়ার উদ্দিন। বক্তব্য রাখেন মোহাম্মদ নুরুল আবছার, মাষ্টার ওসমান গনি, মোহাম্মাদ কামাল উদ্দিন তৈয়ব, অ্যাডভোকেট মুহাম্মদ মনজুরুল হক, মুহাম্মদ রফিক উদ্দিন, মুহাম্মদ মহিউদ্দিন, মুহাম্মদ জাফর আলম, মুহাম্মদ হাসান মুরাদ রাজু, মুহাম্মদ গোলাম রহমান, মোহাম্মদ ইসমাইল, মাস্টার মোহাম্মাদ রফিকুল আলম, মোহাম্মাদ গিয়াস উদ্দিন, ইন্জিনিয়ার মুহাম্মদ আবু সুফিয়ান, মাষ্টার মুহাম্মদ এমরান, মুহাম্মদ আবু কাউসার সোহেল, মুহাম্মদমোসলেম উদ্দিন নিপু, মুহাম্মদ জিয়াউল করিম, মোহাম্মদ সুমন, মোহাম্মদ আজম, মুহাম্মদ আসলাম উদ্দীন, মোহাম্মাদ সজীব। আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৫২ সালের আন্দোলন ছিল মূলত স্বাধীনতার আন্দোলনের সূচনা এবং নিজেদের অধিকার আন্দোলনের সংগ্রাম। অনুষ্ঠান শেষে ভাষা শহীদদের রফয়ে দরাজাত কামনায় মোনাজাত পরিচালনা করেন জাগরণী ক্লাবের সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ নিজাম উদ্দিন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply