২৫ এপ্রিল ২০২৪ / ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / দুপুর ২:৫৮/ বৃহস্পতিবার
এপ্রিল ২৫, ২০২৪ ২:৫৮ অপরাহ্ণ

টিকার দ্বিতীয় চালান আসছে আজ

     

 দেশে করোনা ভাইরাসের টিকার দ্বিতীয় চালান আসছে। তথ্যটি জানিয়েছেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

১৫ ফেব্রুয়ারি সকালে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে টিকা গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান তিনি।

পাপন বলেন, ২২ ফেব্রুয়ারি করোনা টিকার ২০-৩০ লাখ ডোজ আসবে। টিকার সংখ্যা চাহিদার ওপর ভিত্তি করে নির্ভর করছে। তবে চুক্তি লঙ্ঘন হওয়ার কোনো বিষয় নেই।

তিনি বলেন, টিকা নিয়ে সংকট হওয়ার কোনো সুযোগই নেই।

এদিকে রবিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (এমআইএস) অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে- এখন পর্যন্ত ৯ লাখ ৬ হাজার ৩৩ জন টিকা নিয়েছেন। এদের মধ্যে পুরুষ ৬ লাখ ২৬ হাজার ৪৬৯ জন এবং নারী ২ লাখ ৭৯ হাজার ৫৬৪ জন। এ ছাড়া সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে মোট ৪২৬ জনের মধ্যে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply