২০ এপ্রিল ২০২৪ / ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সন্ধ্যা ৭:৪৬/ শনিবার
এপ্রিল ২০, ২০২৪ ৭:৪৬ অপরাহ্ণ

টিকা নিতে আমেরিকা থেকে আসছে মানুষ: পররাষ্ট্রমন্ত্রী

     

করোনাভাইরাসের টিকা নিতে অনেক যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশে এসেছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

কূটনীতিকদের টিকা নেয়ার দ্বিতীয় দিন বৃহস্পতিবার শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে টিকা নিয়ে এ কথা জানান তিনি।প্রবাসীরা কেন দেশে এসেছেন, তা তাদের জিজ্ঞাসা করেছেন বলে জানান মন্ত্রী।

তিনি বলেন, ‘আমি তাদের কাছে কারণ জানতে চেয়েছিলাম। তারা বলেছেন, আমেরিকায় টিকা পেতে, সিরিয়াল পেতে অনেক দেরি হবে।’

৪৫ জন কূটনীতিক বৃহস্পতিবার টিকা নিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন ব্রিটিশ হাইকমিশনার, নরওয়ে, মালদ্বীপ ও ব্রাজিলের রাষ্ট্রদূত।

করোনা নিয়ে বিদেশি মিডিয়া মিথ্যাচার করছে বলে অভিযোগ করেন পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, নেত্র নিউজ ও আল জাজিরা বলেছিল, ‘করোনায় ৫০ থেকে ১ কোটি মানুষ মারা যাবে বাংলাদেশে। কিন্তু বাস্তবতা কি তাই? তাদের এসব বানোয়াট মিথ্যাচার বন্ধ করা উচিত।’

দেশে গত ২৭ জানুয়ারি করোনার টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ৭ ফেব্রুয়ারি শুরু হয় গণটিকাদান। এরই মধ্যে সরকারি-বেসরকারি অনেক জ্যেষ্ঠ কর্মকর্তা টিকা নিয়েছেন।এখন পর্যন্ত দেশে প্রায় ১৬ লাখ মানুষ টিকা নিয়েছে। তাদের মধ্যে পাঁচ শতাধিক মানুষের শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply