২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৪:২৬/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ৪:২৬ পূর্বাহ্ণ

কোরআন ও হাদিসের আলোকে যৌতুক ও নারী নির্যাতন বিরোধী আয়াতসমূহ ব্যাখ্যাসহকারে প্রচার করতে হবে

     

আন্জুমানে রজভীয়া নুরীয়া বাংলাদেশের কেন্দ্রীয় চেয়ারম্যান ও আহলে সুন্নাতের কেন্দ্রীয় মহাসচিব পীরে তরিকত আল্লামা মুহাম্মদ আবুল কাশেম নূরী (মু.জি.আ) এবং এবিএম ফজলে করিম চৌধুরী ফাউন্ডেশনের চেয়ারম্যান তরুণ রাজনীতিক ফারাজ করিম চৌধুরীর এক মতবিনিময় সভা ১৭ ফেব্রুয়ারি দুপুরে নিজ বাসভবনে অনুষ্ঠিত হয়। এ সময় ফারাজ করিম চৌধুরী বলেন, ধর্মীয় ও নৈতিক আদর্শের ভিত্তিতে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে যৌতুক ও নারী নির্যাতন বিরোধী আয়াতসমূহ অর্থ ও ব্যাখ্যাসহকারে সাধারণ মানুষের মধ্যে প্রচারের ব্যবস্থা করতে হবে। ধর্মীয় বিভিন্ন প্রতিষ্ঠানসহ স্বমসজিদের খতিব/ইমাম সাহেবগণ খুৎবার বক্তব্যে এই বিষয়ে জনগণকে সচেতন করার উদ্যোগ গ্রহণ করতে হবে এবং নারীর প্রতি দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে। সর্বোপরি তিনি যৌতুক নিরোধ আইনকে আরো শক্তিশালী করে যৌতুক দাতা ও গ্রহীতাকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার আহবান জানান। তিনি আগামী ৬ মার্চ’২১ শনিবার দুপুর ২টা হতে চট্টগ্রাম জমিয়তুল ফালাহ্তে আন্জুমানে রজভীয়া নুরীয়া বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠিতব্য যৌতুক-মাদকবিরোধী মহাসমাবেশ, গুণীজন সংবর্ধনা এবং আন্দোলনের ১ যুগ পূর্তিতে বর্ণাঢ্য র‌্যালীর সফলতা কামনা করেন এবং সংবর্ধেয় অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেন। এসময় উপস্থিত ছিলেন রাউজান থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল হারুন, রাজনীতিক আনোয়ারুল ইসলাম, রাউজান পৌরসভা মেয়র জমির উদ্দিন পারভেজ, প্যানেল মেয়র বশির উদ্দিন খাঁন, রাজনীতিক জসিম উদ্দিন, সমাজসেবক সালাউদ্দিন, যৌতুক ও মাদকবিরোধী মহাসমাবেশ প্রস্তুতি কমিটির আহবায়ক আলহাজ¦ কাজী মুহাম্মদ ফোরকান রেজা, সদস্য সচিব মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী, মুহাম্মদ ফরিদুল আলম, মুহাম্মদ এস এম ইকবাল বাহার, মুহাম্মদ শাহীন সুজন, ইঞ্জিনিয়ার মুহাম্মদ জাহেদ, মুহাম্মদ আবু ছালেহ সাফওয়ান নূরী, মুহাম্মদ ইমাম হোসেন, মুহাম্মদ সাওবান সহ সগঠনের নেতৃবৃন্দ।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply