২০ এপ্রিল ২০২৪ / ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ১২:১০/ শনিবার
এপ্রিল ২০, ২০২৪ ১২:১০ পূর্বাহ্ণ

বারশত ইউপি নির্বাচনে আওয়ামী লীগের ত্যাগী ও পরীক্ষিত নেতা বাবুল নৌকা প্রতীকে লড়তে চান

     

আনোয়ারা প্রতিনিধি

আওয়ামী লীগের ত্যাগী ও পরীক্ষিত নেতা ফজলুল করিম চৌধুরী বাবুল । ছাত্রলীগ ও যুবলীগের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে তিনি এখন উপজেলা আওয়ামী লীগের দায়িত্বে রয়েছেন। ইউনিয়নের আনাচে কানাছে দলীয় অনুসারীসহ অসংখ্য ভক্ত রয়েছে তার। ইউনিয়নের গোবাদিয়া গ্রামেই তাঁর বাড়ী।
রাজনৈতিক অঙ্গণে বরাবরই তিনি ‘বাবু’ পরিবারের প্রতি অনুগত।আখতারুজ্জামান চৌধুরী বাবুর স্নেহধন্য বাবুল ভুমিমন্ত্রী জাবেদ সাহেবেরও আস্হাভাজন ব্যাক্তি।তৃণমূল আওয়ামীলীগের প্রিয়মুখ তিনি।

আমাদের অনুসন্ধানে দেখা গেছে, ফজলুল করিম চৌধুরী বাবুল ত্যাগী ও নির্ভেজাল আওয়ামী লীগ সংগঠক হিসেবে সমধিক পরিচিত।তার জনপ্রিয়তা অন্যন্যা আলোচিত প্রার্থীদের তুলনায় বেশী।তার বিরুদ্ধে ইয়াবা ব্যবসা, চাঁদাবাজী, দলবাজী কিংবা অন্য অভিযোগও নেই।অথচ অনেক প্রার্থীদের মধ্যে হাইব্রীড, ইয়াবা পাচার ও চাঁদাবাজীর মতো অভিযোগ রয়েছে।দস্তুর মতো এই ইউনিয়নের এক প্রভাবশালী প্রতিনিধি যিনি চেয়ারম্যান প্রার্থী তার বিরুদ্ধে ইয়াবা পাচার মামলাও রয়েছে।

সব মিলিয়ে ফজলুল করিম চৌধুরী বাবুল বারশত ইউনিয়নের এবারের যোগ্য প্রার্থী বলে এলাকাবাসী সুত্রে জানা গেছে।এই বিষয়ে বাবুলের দৃষ্টি আকর্ষণ করলে তিনি ভুমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের সমর্থন ও দলীয় প্রতীক পেলে নির্বাচন করবেন বলে দৃঢ়ভাবে বাংলাপোস্টবিডি.কমকে জানান।

একনজরে আলহাজ্ব ফজলুল করিম চৌধুরী (বাবুল)

পিতার নাম : বীর মুক্তিযোদ্ধা, মরহুম আব্দুল করিম চৌধুরী (রাজ্জাক)
মাতার নাম : মরহুমা আলহাজ্ব লায়লা বেগম
স্থায়ী ঠিকানা : গ্রাম- গোবাদিয়া (চৌধুরী বাড়ী), ডাকঘর- মিন্নত আলী হাট,
ওয়ার্ড নং- ১, ইউনিয়ন- ২নং বারশত, উপজেলা- আনোয়ারা, জেলা- চট্টগ্রাম।
বর্তমান ঠিকানা: ঐ
জন্ম তারিখ ১৫ আগষ্ট ১৯৬৭ ইং (এন.আই.ডি নং-৪১৬৪৪৪৩৭৩৩)
শিক্ষাগত যোগ্যতা স্নাতক
জাতীয়তা : বাংলাদেশী
বৈবাহিক অবস্থা: বিবাহিত
ধর্ম : মুসলিম (সুন্নি)
রাজনৈতিক পরিচিতি
সিঃ যুগ্ন সাধারণ সম্পাদক : আনোয়ারা উপজেলা আওয়ামীলীগ (২০১৯ হইতে বর্তমান)
সদস্য (এডহক কমিটি) : আনোয়ারা উপজেলা আওয়ামীলীগ (২০১৩-২০১৯)
যুগ্ন সাধারণ সম্পাদক : আনোয়ারা থানা আওয়ামীলীগ (২০০৩-২০১৩)
সদস্য (এডহক কমিটি) : চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুব লীগ (১৯৯৭-২০০৩)
সদস্য : আনোয়ারা থানা আওয়ামীলীগ (১৯৯৩-১৯৯৭)
সাধারণ সম্পাদক : আনোয়ারা থানা ছাত্রলীগ (১৯৮৭-১৯৯৩)
সদস্য : চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ (১৯৮৫-১৯৯২)
প্রচার সম্পাদক : আনোয়ারা থানা ছাত্রলীগ (১৯৮৪-১৯৮৭)
সভাপতি : শাহ মোহছেন আউলিয়া কলেজ ছাত্রলীগ (১৯৮৫-১৯৮৭)
সাধারণ সম্পাদক : শাহ মোহছেন আউলিয়া কলেজ ছাত্রলীগ (১৯৮৪-১৯৮৫)
শিক্ষা ও সংস্কৃতিক সম্পাদক : শাহ মোহছেন আউলিয়া উচ্চ বিদ্যালয় ছাত্রলীগ (১৯৭৯-১৯৮২)
সামাজিক পরিচিতি
সদস্য : বটতলী শাহ মোহছেন আউলিয়া কলেজ (পরিচালনা পর্ষদ)
সদস্য : চার পীর আউলিয়া (রঃ) উচ্চ বিদ্যালয় (পরিচালনা পর্ষদ)
সভাপতি : গোবাদিয়া সরকারি প্রথমিক বিদ্যলয় (পরিচালনা পর্ষদ)
সাবেক সাংগঠনিক সম্পাদক : আনোয়ারা সমাজকল্যাণ সংস্থা।
সাবেক সহ-সম্পাদক : গোবাদিয়া দিশারী সংঘ (সমাজকল্যাণ ও ক্রীড়া সংগঠন)
সাবেক যুগ্ম সম্পাদক : যুব আন্দোলন পরিষদ (সিইউএফএল-কাফকো)
১৯৭৯, ১৯৮৬, ১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৩, ২০১৪, ২০১৯- জাতীয় সংসদ নির্বাচনে অগ্রণী ভূমিকা
পালন করি। তাঁর নেতৃত্বে ১৯৮৭ সাল হতে আনোয়ারা থানাধীন প্রত্যেক উচ্চ বিদ্যালয়, আনোয়ারা কলেজ ও শাহ মোহছেন আউলিয়া কলেজ  শাখার সম্মেলনের মাধ্যমে ছাত্রলীগের কমিটি গঠন ও ধারাবাহিক ভাবে প্রত্যেক ইউনিয়ন শাখার সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করা হয় ১৯৯০ সাল
পর্যন্ত।
১৯৮২ থেকে ১৯৯০ সন স্বৈরাচারী এরশাদ বিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করি।
১৯৯৬ পরবর্তী এবং ২০০১ হইতে ২০০৬ বি,এন,পি জামাত জোট সরকার বিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করি।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply